ভাবিনি শেষটা এমন হবে
দুটি মন কাছে এসে দূরে কোথাও হারিয়ে যাবে
ভাবিনি জীবনটা এভাবেই থমকে যাবে
যেখানে চলতে শুরু সেখানেই বিলীন হবে।
চারদিকে শুধু মাতাল কলরব
একই নিশ্বাস দেয়াল রেখেছে আটকে
যেনো কুসুম ফুটে বাইরে বেরিয়ে
পৃথিবী দেখার সুযোগ নেই।
নীলাদ্রি রূপম খামে
লিখা অবাক চোখের কথা
কখনো সময় পেলে পড়ো
কতটা একাকিত্বের ব্যথা।
আবার সতেজতা এলে জোনাকির আলোয়
জানালা ভেঙে দু’হাতের মধ্যে খুঁজি তোমার স্পর্শ
তোমার কাধে আবার মাথা রেখে
ক্লান্তিতে ঘুমিয়ে পরতে চাই….
ভাবিনি শেষটা এমন হবে
সূর্যাস্তের সাথে নিজেকে হারিয়ে ফেলে
আঁধারে ঢেকে রাখা অতৃপ্ত ধোঁয়ায়
নিজেকেই খুঁজে যাই।
২০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাপূর্ণ প্রকাশ কবি
অনেক শুভেচছা রইল———-
মোঃ রাশিদুল ইসলাম
কৃতজ্ঞতা জানাই প্রিয়
সুরাইয়া পারভীন
না ভাবলেও যে ঘটে
যা ঘটার থাকে তা ঘটে
আর হয়তো এটাই নিয়তি
চমৎকার লিখেছেন
মোঃ রাশিদুল ইসলাম
অশেষ ধন্যবাদ আপনাকে
ফয়জুল মহী
অপূর লেখা পড়ে বিমোহিত হলাম।
মোঃ রাশিদুল ইসলাম
ধন্যবাদ প্রিয় কবি
শামীম চৌধুরী
দারুন লাগলো কবিতাটি। আমরা অনেক কিছুই ভাবিনা। শুরু থেকে শেষ। শুরু যেমনই হোক শেষটা যদি শেষ না হয় তবে ভাবনাগুলো বাড়ায়।
মোঃ রাশিদুল ইসলাম
অশেষ ধন্যবাদ প্রিয় কবি। আমরা যা ভাবিনা কেনো সবটা বাস্তবে পরিণত হয় না।তারপরও আমাদের ভাবনা কখনো শেষ হয় না।🖤❤
রেজওয়ানা কবির
ভাবিনি শেষটা এমন হবে
সূর্যাস্তের সাথে নিজেকে হারিয়ে ফেলে
আঁধারে ঢেকে রাখা অতৃপ্ত ধোঁয়া
নিজেকেই খুঁজে যাই। বেশি সুন্দর।
মোঃ রাশিদুল ইসলাম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
রোকসানা খন্দকার রুকু।
***ভাবিনি শেষটা এমন হবে
সূর্যাস্তের সাথে নিজেকে হারিয়ে ফেলে
আঁধারে ঢেকে রাখা অতৃপ্ত ধোঁয়ায়
নিজেকেই খুঁজে যাই।***
না ভাবার পরেও এরকম অনেক কিছুই হয়।এটা কস্টের হলেও মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
শুভ কামনা রইলো।
মোঃ রাশিদুল ইসলাম
অশেষ ধন্যবাদ প্রিয় কবি। জীবনে চলার পথে বাধা আসবেই, তাই বলে আশাহত হওয়া যাবে না।আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
সুপর্ণা ফাল্গুনী
আপনার লেখাটি সহজ ভাষায় কিন্তু অনন্য শব্দচয়নে দারুন লাগে। সহজ, সরল , সুন্দর ভাবের বহিঃপ্রকাশ ঘটে। ভাবনার সাথে আদৌ কি কখনো কিছু মিলে! অনেকাংশে ই মিলে না। শুভ কামনা রইলো
মোঃ রাশিদুল ইসলাম
আপনার মন্তব্য বরাবরই অনেক মনোমুগ্ধকর। অশেষ কৃতজ্ঞতা জানাই প্রিয় কবি।
সৌবর্ণ বাঁধন
নীলাদ্রি রূপম খামে
লিখা অবাক চোখের কথা- উপমায় মুগ্ধ।
মোঃ রাশিদুল ইসলাম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আরজু মুক্তা
উপমার ব্যবহার মোহিত করলো।
শুভকামনা
মোঃ রাশিদুল ইসলাম
ধন্যবাদ প্রিয় কবি
উর্বশী
বাহ,সুন্দর সাবলীলভাবে প্রকাশ করেছেন।কিছু ভাবনা তো এলোমেলো হয়েই যায়। ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
মোঃ রাশিদুল ইসলাম
কৃতজ্ঞতা জানাই সুন্দর মন্তব্য করার জন্য🖤❤