ভাবিনি শেষটা এমন হবে

মোঃ রাশিদুল ইসলাম ২৫ আগস্ট ২০২০, মঙ্গলবার, ০২:৫৬:৫৩পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

ভাবিনি শেষটা এমন হবে

দুটি মন কাছে এসে দূরে কোথাও হারিয়ে যাবে

ভাবিনি জীবনটা এভাবেই থমকে যাবে

যেখানে চলতে শুরু সেখানেই বিলীন হবে।

 

চারদিকে শুধু মাতাল কলরব

একই নিশ্বাস দেয়াল রেখেছে আটকে

যেনো কুসুম ফুটে বাইরে বেরিয়ে

পৃথিবী দেখার সুযোগ নেই।

 

নীলাদ্রি রূপম খামে

লিখা অবাক চোখের কথা

কখনো সময় পেলে পড়ো

কতটা একাকিত্বের ব্যথা।

 

আবার সতেজতা এলে জোনাকির আলোয়

জানালা ভেঙে দু’হাতের মধ্যে খুঁজি তোমার স্পর্শ

তোমার কাধে আবার মাথা রেখে

ক্লান্তিতে ঘুমিয়ে পরতে চাই….

 

ভাবিনি শেষটা এমন হবে

সূর্যাস্তের সাথে নিজেকে হারিয়ে ফেলে

আঁধারে ঢেকে রাখা অতৃপ্ত ধোঁয়ায়

নিজেকেই খুঁজে যাই।

৭৬৮জন ৬১০জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ