
আমি) ভাববো না নিরুপমা!
নিন্দার ঘাতে জেগে উঠা ব্যথা
শুধু রাখো তুমি জমা!
নীরব নিশীথে ক্ষয়ে যাবো আমি
হয়ে চাঁন্দের আলো,
সত্তা বিলাতে ধুপ শিখা হবো
মানুষেরে বেসে ভালো।
ঘিরলে ধরার মায়া,
গড়বো এ প্রাণ দ্বিধাহীনে এক
পাকুড় গাছের কায়া।
প্রয়োজনে দিতে চলার এ পথে
তুলে যতো দাঁড়ি কমা,
না করে নিজেকে ক্ষমা,
আমি) ভাববো না নিরুপমা!
নিন্দার ঘাতে জেগে উঠা ব্যথা
শুধু রাখো তুমি জমা!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ অনুভবের ছোঁয়া কবি দা
ভাল থাকবেন———-
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
রোকসানা খন্দকার রুকু
ব্যাথাময় লিখনি; বেশ। শুভকামনা অশেষ 🌹
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিম নজরুল
চমৎকার ছান্দসিক লেখা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!