যখন তুমি প্রার্থনারত,
কিংবা অলস বিকেলে বেলকনিতে বসে ঠোট মিলাও কফির মগে;
সেই মুহুর্তে,
মাথার খুলির গারদ থেকে বেরিয়ে এসে
তোমাকে নিয়ে খেলে আমার কিছু উদ্ভট এলোমেলো চিন্তা।
সম্মোহিত আকাশ-কুসুম কল্পনা তোমাকে একাকার করে দেয় আমার অস্তিত্বে, হৃৎপিন্ডে, মস্তিষ্কে;
কখনো তোমার দৃষ্টি আকর্ষিত করতে,
পিঁপড়ার পায়ে পরিয়ে দেয় নূপুর;
অথবা ঝিলের শাপলা ফুটিয়ে দেয় শিমুলের ডালে!
অস্হির শব্দের অদ্ভুত এক ঘন্টি বাঁজিয়ে,
তোমার অযাচিত ভাবনা; আমাকে টেনে নিয়ে যায়
পাগলা গারদের দিকে।
অন্যের খোলসে আবৃত হয়ে
আমাকে শোনানো শান্তনা বাক্যে,
যখন ‘ভুলে যাও’ উচ্চারন করো;
তখন আমার মনে কি ভাবনা আসে জানো?
মনে হয়,
অসহিষ্ণু এক মুর্খ তার নিকৃষ্ট মুখ দিয়ে অশ্লীল গালি দিচ্ছে আমাকে।
‘ভুলে যাও’
‘ভুলে যাও’ শ্লোগানে তোমাকে ভুলে যাওয়ার যে অসম্ভব দাবী জানাচ্ছ আমাকে,
আমার ভোলা না ভোলায়
তোমার কি যায় আসে?
লাইসেন্সধারী পিস্তল লক্ষ্যস্হির করো আমার মাথায়,
সুবিধার্থে কাঁধ থেকে আধ হাত নিচে,
যেখানে খুশি ট্রিগার টিপে দাও;
বুলেট আমায় ছুয়ে দিলেই তোমার দাবী আদায় হবে,
আমিও তোমায় ‘ভুলে যাবো’
কথা দিলাম,
সত্যিই ভুলে যাবো।
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভুলে যাওয়া এত সহজ নয়,
কেউ পারে, অনেকেই পারেনা।
মৃত্যু হলেই সব কিছুর উর্ধে চলে যাওয়া যায়।
ভাল লেগেছে কবিতা।
নুর হোসেন
শুভেচ্ছা ও ভালবাসা নিবেন, ধন্যবাদ।
মনির হোসেন মমি
অস্হির শব্দের অদ্ভুত এক ঘন্টি বাঁজিয়ে,
তোমার অযাচিত ভাবনা; আমাকে টেনে নিয়ে যায়
পাগলা গারদের দিকে।…..
এরপরও কি এতো সহজে ভুলে যাওয়া যাবে?
চমৎকার শব্দ আর বাক্যের খেলায় উপভোগ্য কবিতা।
নুর হোসেন
ধন্যবাদ প্রিয়,
শুভেচ্ছা ও ভালবাসা নিবেন।
সুরাইয়া পারভিন
ভুলে যেতে পারলে সত্যিই বাঁচা যেতো। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে হতো না প্রিয়জনের জন্য।
চমৎকার উপস্থাপন
নুর হোসেন
শুভেচ্ছা ও ভালবাসা নিবেন।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
এস.জেড বাবু
মাথার খুলির গারদ থেকে বেরিয়ে এসে
তোমাকে নিয়ে খেলে আমার কিছু উদ্ভট এলোমেলো চিন্তা।
ভুলে যাওয়া ই ভালো
যদিও সম্ভব হবে বলে মনে হয় না।
এতো সুন্দর ভাবনা যাদের, ওরা ভুলতে পারে না।
শুভকামনা রইলো ভাইজান
নিতাই বাবু
অনেকেই পারে ভুলে যেতে! আবার অনেকেই মৃত্যুর আগপর্যন্ত পারে না। না পারা দের বেলায় মৃত্যু হলেই হয়তো ভুলে যেতে পারে তাঁরা। নয়তো আর সম্ভব নয়!
তৌহিদ
আপনি সোনেলার নীতমালা পড়ে নিন। নীচের দিকে আছে। সোনেলায় একই দিনে দুটি পোস্ট দেয়া যাবে না। একটি পোস্ট দেবার ২৪ ঘণ্টা পরে নতুন লেখা দিতে পারবেন।
অন্যদের লেখা পড়ুন, সেখানে মন্তব্য করে অন্যদের উৎসাহিত করুন। এতে আপনার পাঠক বাড়বে। আর হ্যা লেখার লিংক সোনেলার ফেসবুক গ্রুপে শেয়ার দেবেন কেমন।
একই দিনে দুটি লেখা দেবার জন্য ভৌতিক অপেক্ষা লেখাটি ব্লগ কর্তৃপক্ষ খসড়াতে রেখে দেবে। আগামীকাল ২৮ তারিখ সকাল ৭.২৬ এ পোস্ট করতে পারবেন আবার।
ভালো থাকবেন।
নুর হোসেন
ধন্যবাদ।
এই ব্লগে নতুন হওয়ায় নিয়ম রপ্ত করতে কিছুদিন সময় লাগবে।
আরজু মুক্তা
ভোলা গেলেই ভালো হতো
নুর হোসেন
যথার্থ বলেছেন, আমরা ভুলতে পারিনা ভুলে যাওয়ার কোন অপশন আমাদের নেই।
সাময়িক ভুলে গেলেও ব্যাকআপে আবার ফিরে আসে।