ভাঁওতাবাজি-২

সুরাইয়া পারভীন ১ এপ্রিল ২০২০, বুধবার, ০৫:০১:২৮অপরাহ্ন সমসাময়িক ২২ মন্তব্য

বউটি রাতে স্বপ্ন দেখলো  যে ভোরে ফজরের নামাজ পড়ে ডান পা সামনের দিকে বাড়িয়ে দিলে দেখাতে পাবে একটা সুরমাদানি। আর ঐ সুরমা চোখে দিলে আর করোনা ভাইরাস আক্রান্ত করতে পারবে না।
ঘটনা নাকি এমনি

সকাল হতে না হতেই এমন একটা খবরে সারাপাড়ার মানুষ ছুটে এলো ঐ বউটার বাড়িতে। সত্য মিথ্যা যাচায় না করেই চোখে সবাই নাকি সুরমাও লাগিয়েছে। খবরটা আমাদের পাড়ার নয়। অনেক দূরের পাড়া থেকে পাওয়া । ঐ যে বলে না যতদূর যায় না ঢোলের বারি এতদূর রায় ঠোঁটের বারি। ভাবী বললো খবরটা আমাকে। এসব কথার গুরুত্ব নেই আমার কাছে তবুও জানতে চাইলাম কার থেকে শুনলে? কার কার নাম যেনো বললো
আমি ভাবীকে বললাম তুমি বিশ্বাস করো এ খবর। ভাবী বললো না।

এমন ঘটনা কী সত্যিই ঘটতে পারে?
মানুষ কেনো ছড়ায় এই সব আজগুবি কথা?
কী পায় এতে তারা?

আমি কিছুতেই ভেবে পাইনা এই সব প্রশ্নের উত্তর।

৮৫৫জন ৭৪৬জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ