
চোখ ঝাপসা, গালে পড়েছে ভাঁজ
ভালমন্দ করিতে পারিনা আঁচ,
একাকী থাকি পড়ে ঘরের কোণে
স্মৃতিগুলো ভাসে চোখের জলে।
ছিল অশ্বের গতিতে ছুটে চলা দুর্বার যৌবন,
মাঠের পর মাঠ পেরিয়ে হিজল-তমালের দেশে
মনের অনুরাগে পাতার কুটিরে ফুলের মধু খেয়ে
দিনশেষে শিস দিয়ে ফিরতাম বাড়ি সব সুখ বিলিয়ে।
আজ জীবনের সব রং গেছে মুছি
সফেদ চুলে স্মৃতিগুলো রাখি,
ছিল যত স্বপ্ন-স্বাদ এ ধরনীর পরে
সবই আজ হলো কুঁজো বয়সের ভারে।
২০টি মন্তব্য
বন্যা লিপি
শৈশব বা যৌবনের দিনগুলি বেশি মনে পড়ে বাড়লে বয়স। যখন আর আমাদের অনেক কিছুই করা বারন,বলা বারন, চলা বারন। আশা,স্বপ্ন,স্বাধ সাধ্য, স্বাধীনতা সব এসে ঠেকে এই বয়সে।
সাখাওয়াত হোসেন
ঠিক বলেছেন আপু, হারিয়ে যাওয়া দিনগুলো আজও হাতছানি দিয়ে ডাকে। ভাল থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।
উর্বশী
জীবনে একটি সময় আসে তখন সোনালী রুপালী স্মৃতিগুলো হাতড়িয়ে বেড়ানো হয়। তখন হয়তো মনে হবে,ইশ, যদি আবার ফিরে পাওয়া যেত সেই দিনগুলো, সেই সময়।যাবতীয় কাজ সমূহ একটি বৃত্তের মধ্যেই বিদ্যমান থাকে।তার মাঝেই কেটে যায় সারাবেলা।
আন্তরিক ধন্যবাদ সহ শুভকামনা।
সাখাওয়াত হোসেন
সত্যি, হারিয়ে যাওয়া দিনগুলো কতই না মধুর ছিল। ভাল থাকবেন আপু ।
সাবিনা ইয়াসমিন
যে দিন যায়, সেই দিন ভালোয় কেটে যায়। ফেলে আসা দিন আর ফিরে আসে না। শরীর-মন স্মৃতির ভারে একসময় সব স্থবির হয়ে পড়ে।
অনেকদিন পরে আপনার লেখা পড়লাম। নিয়মিত লিখুন। ভালো থাকুন।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
সাখাওয়াত হোসেন
লিখতে চাই কিন্তু লেখা হয়ে উঠেনা, তবে আপনার লেখা নিয়মিত পড়ি। ভাল থাকবেন আপু। 🌺🥀
আলমগীর সরকার লিটন
বয়স কেউ ছাড়ে না
অথচ আমরা বুঝি না—————
সাখাওয়াত হোসেন
আমরা সবাই বয়সের কাছে বন্দী।
ভাল থাকবেন ভাইয়া।
মোঃ মজিবর রহমান
দারুন উপলদ্ধি ভাইসা। সময় বয়স চলে যাই ফিরে আসে না।
অনেক দিন পর আপনার পদচারণা ভাই । আসবেন লিখ্যুন আপনার এই প্রিয় সোনেলায়।
সাখাওয়াত হোসেন
অনুপ্রাণিত হলাম ভাইয়া। ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
ভালো থাকবেন আর লিখা দিবেন সোনেলা পাতায় ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আসলে সময় নীরব ঘাতক। আমরা ছুটে চলি সামনের দিকে আর পৌঁছে যাই বৃদ্ধাবস্থায় — “আজ জীবনের সব রং গেছে মুছি
সফেদ চুলে স্মৃতিগুলো রাখি”,। শুভ কামনা রইলো।
সাখাওয়াত হোসেন
এভাবে চলতে চলতে একসময় সময়ের কছে হার মানি। ভাল থাকবেন ভাইয়া।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও ভালো থাকবেন ভাইয়া।
রোকসানা খন্দকার রুকু
ফেলে আসা দিনগুলি যে পিছু ডাকে।।
সাখাওয়াত হোসেন
ফেলে আসা দিনগুলো যেমন কাঁদায় আবার কখনো কখনো আনন্দও দেয়। ভাল থাকবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
বয়স বাড়ার সাথে সাথে এমন ভাবনা, স্মৃতি তাড়িয়ে বেড়ায় অবিরত। ফেলে আসা দিনগুলো খুব টানে, পিছনে ডেকে নিয়ে যায় কিন্তু বিধির বিধান আর যে পিছনে ফেরার সুযোগ নেই। সাবধানে থাকবেন সুস্থ থাকবেন
সাখাওয়াত হোসেন
যেদিন যায় সেদিন আর ফিরে আসেনা, স্মৃতি হাতড়িয়ে বেঁচে থাকতে হয় জীবনভর। আপনিও ভালো থাকবেন আপু।
হালিমা আক্তার
জীবনে এমন কিছু সময় আসে যখন সব কিছুই রঙ হীন মনে হয়। পিছনের স্মৃতি গুলো বারে বারে পিছু ডাকে। শুভ কামনা রইলো।
সাখাওয়াত হোসেন
হারিয়ে যাওয়া দিনগুলো সবসময় ভাবনার বেড়াজালে আড়ষ্ট করে রাখে।
ভাল থাকবেন আপু।