শুণ্য হাতে এসেছি এই ধরনীতে
স্বপ্নে‘র মাঝে বেচে থাকা
ভুমিহীন জমিদারীতে রঙ্গ সাঙ্গ হলে
ভোরের শিশির কণার মতো
সূর্য্যের উত্তাপে পরক্ষণে বিলীন হওয়া।
স্বর্গের মেঘ পরীরা কতো ইচ্ছেতে
স্বপ্নের নীলা‘কাশে নীল কণ্ঠ হয়ে
দূর দিগন্তে সীমান্ত পেরিয়ে ঘুড়ে বেড়ায়
হৃদয়ের স্পন্দনে ইচ্ছে গুলো ছুতে যাওয়া
অকালেই ঝড়ে পড়ে বনলতা সেনেরা।
মা মাটি দেশকে ভালবেসে কেউ
হতে চায় চির অম্লান, কেউ বা
যাযাবর মনে কত স্বপ্ন বুণে যায়,
কেউ বা
নীলাঞ্জনা সেজে নিশিথের নিশাচরদের
বার বার অনেক বার কাদায়ঁ।
খসড়া খাতায় অরণ্যের আগাছার
আগ্রাসন,
যতই করি বন্দনা
মরুভুমির জলদস্যুর মুখোশে
ছাড়পোকা হায়নাদের যায় না চেনা।
জিসান হেলাল ভুক্ত ভোগীর নিরিখে
তাৎপর্য ব্যাখ্যায়
প্রজন্ম’৭১ এর অভিজ্ঞতার কথা,
প্রহেলিকা,ফাতেমা,রুবাদের মনে
স্বাধীনতা অর্জনে বিভৎষতার স্মৃতি
আমি অথবা অন্য কারো হৃদয়ে
তা,
অকপটে আকাঁ।
পৃথিবীর সব নস্বর আয়োজন
জীবনের কি বা প্রয়োজন
পেটের তাগিদে বেচে থাকা
যস খ্যাতির খাতিরে
আলোকে দূরে ফেলে অন্ধকারে
নিজেকে নিজে ধ্বংসের পথে নেয়া।
আগুন রংয়ের শিমুলেরা
নিঃস্বার্থতায়
খেয়ালী মেয়ের পাগলা ঘন্টায়
সুভাস ছড়িয়ে
উত্তপ্ত লাভায় নিজেকে পুড়ায়।
বিষন্ন ছন্ন ছাড়া জীবনকে হাসিয়ে
লীলাবতী নিঃস্বার্থ আনন্দ বিলিয়ে
নিজের কষ্টকে লুকিয়ে
সোনেলায় সুখ খুজে পায়।
ব্লগার সজীবের সাতকাহনে
কৃন্তনিকার আভাময়
ক্ষত বিক্ষত তার হৃদয়
অভি,মৌরিন,মিশুদের আহাজারিতে
শিপু ,তাজ ,বণ্য, রিমি রোন্মান,
মিথুনরা সচেষ্ট বিজয়ে।
দিন যায়, মাস যায়,বছর পেরিয়ে,
যুগে যুগও চলে যায়,
কোথাও নেই স্থবির তো কিছুই
সৃষ্টির মাঝে ধ্বংস,
বিদ্যমান ধাপিত যেন পিছু পিছু।
-{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
সন্মানীত ব্লগার ভাই বন্ধরা আপনাদের অনুমতি ছাড়াই আপনাদের প্রোফাইলকে নিয়ে এটি একটি পোষ্ট।যদি কারো কোন আপত্তি থাকে কিংবা ব্লগের নীতিতে বাধে তাহলে আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং পোষ্টটি ডিলিট করতে কর্তৃপক্ষকে অনুরোধ করছি অথবা আমি নিজেই তা মুছে দেবো।একান্ত মনের আনন্দে অবসরে এই পোষ্টি লিখি তবে কাউকে কটাক্ষ কিংবা কাউকে আঘাত দেবার জন্য জাষ্ট দুষ্টমির ছলে………ধন্যবাদ -{@
১৯টি মন্তব্য
লীলাবতী
আমার নাম এত নীচে দিতে পারলেন মনির ভাইয়া? টিস্যু দেন,চোখের পানি মুছতে হবে ;(
অনেক ভালো লেগেছে,সবাইকে কত ভালো ভাবে কবিতার মাঝে আনলেন আপনি -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপনাকে আপনার মতো এত সুন্দর মনের মানুষের জন্য একটি প্যারাই রেখেছি। -{@
ছাইরাছ হেলাল
আরে এ দেখছি বিশাল আয়োজন।
ধন্যবাদ দিচ্ছি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপনাকে ভাইয়া -{@ এক নজরে ডায়রেক্ট প্রোফাইল -{@
সঞ্জয় কুমার
খুবই সুন্দর হয়েছে
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ -{@ -{@ -{@
জিসান শা ইকরাম
বাদ! চমকিত হলাম।
এমন লিখবেন তা আগে বলবেন না?
একদিনের জন্য না হয় নাম পালটে একটি কাব্যিক নাম রাখতাম।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হঠাৎ করেই লেখা ধন্যবাদ -{@
খেয়ালী মেয়ে
খেয়ালী মেয়ের পাগলা ঘন্টায়-এ হতেএএএএএএ পারে নাআআআআআআআআ ;(
কেমনে পারেন এত্তো কঠিন কাজ সহজভাবে করতে ;?
ভালো লাগলো অনেক(y) -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপনাকে -{@ আপনাদের উৎসাহে।
প্রজন্ম ৭১
খুবই ভাল হয়েছে মনির ভাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ (3 -{@
স্বপ্ন
আমার নামটি ২য় স্থানে।কিন্তু আমার মিথুনের নাম নেই ভাইয়া 🙁
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তা কি হয়! বিচ্ছন্ন! আমি কখনই তা চাই না, যেখানে স্বপ্নরা খেলা করে সেখানে মিথুনরাও উকি মারবে।ভাল করে চেয়ে দেখুন -{@ সরি না দেখতে পাওয়ায়।হা হা হা।
শুন্য শুন্যালয়
কি সর্বনাশে পোস্ট দিয়েছেন ভাইয়া!!! এতো বুদ্ধি আর এতো ধৈর্য্য আপনার কোথা থেকে আসে? যাস্ট অসাধারন।
নামগুলো শুধু এনে জড়ো করা নয়, কবিতার প্রতিটি লাইনে বাস্তবতা ফুঁটিয়ে তুলেছেন অসাধারন ভাবে।
কবিতার প্রথম লাইনটি সবচেয়ে সুন্দর :p
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু সব আপনাদের উৎসাহ -{@
ব্লগার সজীব
ভয়ে ভয়ে ছিলাম আমার নাম নিয়ে 🙂 খুবি ভালো লিখেছেন ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু -{@ ভাইয়া
নীলাঞ্জনা নীলা
ইস আগে কেন চোখে পড়েনি! আমার নাম আছে দেখে মনে খুব আনন্দ হচ্ছে।
অসংখ্য ধন্যবাদ মনির ভাইয়া। -{@