ব্রক্ষ্মচারী পাহাড়

বোকা মানুষ ২৮ নভেম্বর ২০১৪, শুক্রবার, ০৮:৪০:০১অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৬ মন্তব্য

জালের হঠাৎ ঝাপটায়

মরে যাওয়া মাছের চোখে,

চকচক করে একখন্ড আকাশ।

 

এখানে নদীগুলো সব,

স্রোতস্বিনী মরুভূমি হয়ে

মোহনায় নর্তকীর ঠমক তোলে।

 

নিঃসঙ্গ ঈগলের ডানায়,

যাযাবর প্রান এক চক্রাকার ওড়ে,

পথ খুঁজে পাবার হাহাকার নিয়ে বুকে!

 

এসবের কিছুই দেখেনা

সৃষ্টির মত প্রাচীন ব্রক্ষ্মচারী এক।

গভীর মগ্নতায় সে পাহাড় হতে থাকে ক্রমাগত,

স্থবির, অনড়, উঁচু আর নির্বিকার এক পাহাড়…!

৪৩১জন ৪৩১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ