জালের হঠাৎ ঝাপটায়
মরে যাওয়া মাছের চোখে,
চকচক করে একখন্ড আকাশ।
এখানে নদীগুলো সব,
স্রোতস্বিনী মরুভূমি হয়ে
মোহনায় নর্তকীর ঠমক তোলে।
নিঃসঙ্গ ঈগলের ডানায়,
যাযাবর প্রান এক চক্রাকার ওড়ে,
পথ খুঁজে পাবার হাহাকার নিয়ে বুকে!
এসবের কিছুই দেখেনা
সৃষ্টির মত প্রাচীন ব্রক্ষ্মচারী এক।
গভীর মগ্নতায় সে পাহাড় হতে থাকে ক্রমাগত,
স্থবির, অনড়, উঁচু আর নির্বিকার এক পাহাড়…!
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
পাহাড় হওয়া ভালো
কোন কিছু স্পর্শ করতে পারেনা তাঁকে (y)
বোকা মানুষ
হা হা হা! ভাল বলেছেন ভাই!
বন্য
জলের ঝাপটায় মরে যাওয়া মাছ!!! প্রতীকি হিসেবে দারুন! যে জলে বাস, তার ঝাপটাতেই মৃত্যু বহুমুখী চিত্রকল্পের ইঙ্গিত দেয়। ভালো লাগা রাখলাম কবিতায়, ভালো থাকুন।
বোকা মানুষ
ধন্যবাদ। তবে ওটা “জালের” হবে, জলের নয়! 🙂
মামুন
সুন্দর লিখনি। ভালো লাগল।
বোকা মানুষ
ধন্যবাদ মামুন!
লীলাবতী
ভালো লেগেছে ভাইয়া।
বোকা মানুষ
🙂
শুন্য শুন্যালয়
পাহাড় কি সত্যিই কিছু দেখেনা? নাকি সবকিছুর স্ন্যাপশট গায়ে মেখেই হয়ে ওঠে স্থবির, অনড়?
এমন লেখা পড়তে পারার অভিজ্ঞতাও দারুণ।
বোকা মানুষ
হয়ত দেখে, হয়ত দেখেনা! তবে চুপচাপ থাকে, সেটা জানি!
ছাইরাছ হেলাল
পাহাড় পুরোপুরি নির্বিকার কী না কে জানে, অত উচুতে তো চোখ রাখতে পারিনা।
আমাদের চোখ এড়িয়ে আকাশের সাথে কিছু করছে কী না কে বলতে পারে।
লেখাটি পছন্দ হয়েছে।
বোকা মানুষ
ধন্যবাদ আপনাকে! 🙂
সোনিয়া হক
দারুন কবিতা। পাহাড় হতে হবে দেখছি 🙂 (y)
বোকা মানুষ
সে তো অনেক দিন ধরে হতে চাইছি, পারছি কই! 🙁 দেখুন আপনি পারেন কিনা! ধন্যবাদ…
ব্লগার সজীব
আমিও ব্রক্ষ্মচারী পাহাড় হইবাম চাই (y)
বোকা মানুষ
হয়ে যান! 🙂