
গতকাল র্যাবের নির্বাহী ম্যাজিট্রেট থেকে বদলী করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার সারওয়ার আলমকে। কিন্তু ওনার স্থলাভিষিক্ত কে হয়েছেন তার ছবিও দেন যাতে আমরা একই প্রত্যাশার দাবি তার কাছেও করতে পারি ।
আচ্ছা আমি মাঝে মাঝে চিন্তায় পরে যাই, এইগুলা কি মাননীয় প্রধানমন্ত্রীর অজানা??? মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলেই কি তাদের আরো ভালো পাকাপোক্ত করে স্বপদে বা তারো কোনো বড় জায়গায় আসীন করতে পারেন না???
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মাহবুব কবীর মিলন এর ওএসডি, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাছির উদ্দিনে অবসরে যাওয়ার হাতেগোনা কদিন আগে বদলি। গতকাল মাজিস্ট্রেট সারওয়ার আলম এর বদলি।
আসলে এরকম সৎ সাহসী লোকগুলো জীবনের লম্বা একটা রেস যদি খেলতে পারেন একটা জায়গায়, তাহলে আমাদের অনেক কিছুই উপহার পাওয়া সম্ভব এই সোনার বাংলা থেকে।
একটা জিনিস ভেবে আনন্দ লাগছে উনাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব করা হয়েছে। উনি যদি দমে না যান, বা মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির যদি কোনো আপত্তি না থাকে উনার কাজ বা ক্ষমতায়, তাহলে এই মন্ত্রণালয়ের অসাধু লোকদের বারোটা বাজবে।
এমনও হতে পারে বাংলাদেশের অর্থনীতির চাকাটা আরো শক্ত মজবুত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই খাত টায় ভালো কাজ করার জন্য বা দুর্নীতি নির্মূলের জন্য তাকে এনেছেন, যদি এমন হয় তাহলে সাধুবাদ।
আর যদি তার ক্ষমতার খর্ব করে তাকে পুতুলের মত সাজিয়ে রাখতেই এই বদলি। তাহলে একটা দলের ষড়যন্ত্রে আগামীর সুন্দর বাংলাদেশকে একধাপ পিছিয়ে নিতেই এই আয়োজন মনে করবে এই জাতি ।
১৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
তাই হোক ———
হালিম নজরুল
আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আশা করি ভাল কিছু হবে।
মনির হোসেন মমি
এ রকম এ দেশে অহরহ হয় যার কারনে সৎ নির্ভিক সেবক কর্মকর্তারা সহজেই কেউ সততার বাহুদুরী দেখাতে চান না।আমিতো মনে প্রধানমন্ত্রী জানেন না রাষ্ট্রের এমন কোন সিদ্ধান্ত নেই । চমৎকার বিষয় উপস্থাপন করেছেন।ধন্যবাদ।
ফয়জুল মহী
এই রকম দুই একজন সৎ লোকের কারণে বড় বড় ডাকাতের চাপে পড়ে ওইসব ডাকাতের বাবারা উনাদের বদলী করে মুখ বন্ধ করে
মোঃ তোফাজ্জল হোসাইন
হতে পারে আপনার কথাও সঠিক। আমার তো এখন সন্দেহ হচ্ছে হাজি সেলিমের বিষয়টা নিয়ে।
মোঃ মজিবর রহমান
এই সব আর ভাবিনা। শুধু এখন কোথায় দিলে বেশি উপকার হত তাই বলেন?
সুপর্ণা ফাল্গুনী
এসব ভেবে কিছু পাইনা, শুধু ঘরে বসে হাঁসফাঁস করি। যারাই ভালো কিছু করে তাদের এদেশে যোগ্য পদ বা সম্মান কোনটাই দেয়া হয় না। দেখা যাক সারোয়ার ভাইয়ের জন্য কি অপেক্ষা করছে। চমৎকার বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন
মোঃ তোফাজ্জল হোসাইন
আপু আমরা যদি তার টুটি চেপে না ধরি তবে তাকে যেখানেই নেক কাজের কাজী। আর যদি আমরা তার টুটি চেপে ধরি তবে এর চেয়ে ভালো পদে আসীন করলেও কিছু লাভ হবেনা।
আরজু মুক্তা
এগুলো বড় চোরদের কাজ। ওদের মুখ, কাজ যেনো বন্ধ থাকে। আর ওরা নির্ভয়ে কাজ করতে পারে।
সব বদের হাড্ডি
মোঃ তোফাজ্জল হোসাইন
আপু আপনার কথায় সহমত পোষণ করছি। তবে আমরা চাইলেই কিন্তু অনেক কিছু চেন্জ করে দিতে পারি।
জিসান শা ইকরাম
মাজিস্ট্রেট সারওয়ার আলম সাহেব এই পদে পাঁচ বছর ছিলেন। সরকারী চাকুরীর নিয়ম মতে একই স্থানে তিন বছরের বেশি থাকার বিধান নেই। তবে পাঁচ বছর যখন রাখা গিয়েছে, আরো কিছুদিন রাখা যেতো।
সহকারী সচিব হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উনি কিছুই করতে পারবেন না। কারণ তার উপরে উপসচিব, যুগ্ন সচিব, অতিরিক্ত সচিব এবং সচিব পদ রয়েছে।
শুভ কামনা আপনার জন্য।
মোঃ তোফাজ্জল হোসাইন
তাহলে কি থেমে যাবে আমাদের সারওয়ার আলম ভাই???
তৌহিদ
সরকারি সিদ্ধান্তের বিষয়ে কথা বলার আমার কিছুই নেই। নিয়মানুগ গতিতে আগে বা পরে এমনটা হতেই পারে। তবে সব জায়গায় যোগ্য মানুষ আসুক এটাই চাই।
ভালো থাকুন আপনিও।
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইলো মহান মানুষটির জন্য।
তিনি যেন তাঁর সততায় অটুট থাকেন।
শুভ সকাল।