
আমি যাদেরকে ভালোবাসার মানুষ হিসেবে আবিষ্কার করেছিলাম; তারা কেউ আমাকে ভালবাসেনি ।
যারায় ভালোবাসা দিবে বলে কথা দিয়েছিল; তারায় সময় করে সুযোগ বুঝে ভুলে গেছে ।
যাদের চোখে ভালবাসার জল খুঁজে ছিলাম; তাদের সবাই ছলনার ছলে দূরে ভেসে চলে গেছে।
যাদের অন্তরে প্রেমের বীজ বুনতে চেয়েছিলাম; তারা সবাই এখন অন্যের ফসল চাষ করে।
যাদের বুকে বসত করতে চেয়েছিলাম; তাদের সবাই কারো না কারোর বুকে বাস করে।
আমি কখনো অতি মানবীয় গুণের কোন নারীর প্রেমে পড়িনি; তবুও দিন শেষে আমি ব্যর্থ প্রেমিক।
৩০/০৫/২০২০ খ্রিঃ
৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
ভোর সকালে ব্যর্থ প্রেমের গল্প শুনতে
কার না লাগে ভালো ?
বন্ধু তুমি এগিয়ে চলো
প্রেমের প্রদীপ জ্বালো।
ভাল হলো। শুভ কামনা।
নিরব সাগর
অতি সুন্দর মতামত প্রিয়। খুব ভালো লেগেছে,শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ব্যর্থতা ভুলে গিয়ে নতুন করে ভাবুন, পথ চলুন। যে আপনাকে চায় তাকে খুঁজুন, তাকেই আপনার সব ভালোবাসা দিন। শুভ কামনা রইলো
নিরব সাগর
আবারো কাউকে আবিস্কার করতে হবে তাহলে ।
ফয়জুল মহী
অনুপম, অতুলনীয় লেখা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
জিসান শা ইকরাম
কি আর করা, সবার সব আশা পূরণ হয় না।
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়। অপ্রাপ্তিতেই অনেক লাভ হয়েছে।