আজ ভেবে ছিলাম
লিখবো শুধু প্রেমের কথা
না শুধু লিখলাম
বুক ভরা ওই দারুণ ব্যথা।
আজ শুধু মনে
চাই যে ওগো বন্ধু তোমায়
চাই প্রতি ক্ষণে
তুমি ডাকবে কবে আমায়।
চাই আমি শুধু
সুন্দর রাঙা ওই না বধু
থাক বলে দাদু
খুব হয়েছে কাব্য শুধু।
পাই না তো ভেবে
লিখব কি আর প্রেমের কথা
মন শুধু নেবে
তারই জন্য অশেষ ব্যথা।
তাই আর লিখব না
কষ্টের কথা নিয়ে কবিতা
পাই কষ্ট ওই না
মনের কোণে ভাসে ছবিটা।
৮৩২জন
৭৫৭জন
৮টি মন্তব্য
সঞ্জয় মালাকার
খুব ভালো লাগলো,
ভালো থাকবেন শুভ কামনা //
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
ভালো লাগলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।।।
নিতাই বাবু
আপনার লেখা “ব্যথার কথা” কবিতাটা পড়ে সত্যি নিজের মনটা কেমন যেন বিষন্ন হয়ে গেলো। সত্যি ভালো লিখেছেন। শুভকামনা থাকলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক।
অনেক ভালো থাকুন।।।
নিতাই বাবু
শুধু পাঠক নই দাদা। সহ ব্লগার বা সহলেখকও বলে পারেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
এখনকার একজন কে লেখক বলে আমাকে বলেছে আমরা লেখক নয়।।।।
তাই পাঠক লিখি।।।