
নিঃসঙ্গ দাঁড়কাক দখিনা জানালার গড়াদে
প্রায়শই আসে, ডাকে শুকনো মরমরে
কর্কস বেসূরো তাল,লয়, সুরে।
বড্ড মায়া হয়, কি চায় সে?
আমার কেঁপে ওঠা চোখের পাতায় তার প্রশয় আভাস বলে হয়তো আমার মতো দুঃখী সেও।
অত:পর তাকে বসতে দিই, খেতে দিই, মনের জানালাও দিই খুলে।
বেশ এবেলা ওবেলা তার আনাগোনায়,
আমার শুস্ক উঠোনময় যেন আনন্দ নৃত্য।
তাকে সবাই কূৎসিৎ, কর্কশ কাক ডাকে,
আমি ভীষন কষ্ট পাই।
তাকে আরও মায়ায় জড়িয়ে আঁচলে লুকোই, বুকের পাঁজরে লুকোই, একান্তের আহ্বান দেই।
আমার কালো কাক, সে শুধুই আমার।
সে বোহেমিয়ান নয়, বড্ড বিশ্বস্ত,
একবার ভালোবাসলে সে আর কারও হয় না।
এখানেও ভুল হল আমার, সে অনেককাল আর আমার জানালায় নেই, কোথায় গেল?
আমি তার পদচিহ্ন ধরে হেঁটে চলি অজানায়,
যদি সে ভুলভাবে গিয়ে থাকে।
আমি ফেরাবো তাকে?
অবশেষে ভুল ভাঙ্গলো আমার
কালো কাকও বোহেমিয়ান,
হয়তো কোনকালে সে আমার ছিলই না,
এখন সে সবার জানালায় যায়,
আসলে একজনের আশ্রয়ে আজকাল কেউ অভ্যস্ত নয়।
ছবি- নেটের।
৯টি মন্তব্য
বন্যা লিপি
শেষ মেশ কাউয়াও বোহেমিয়ান?
শুনেছি কাক সঙ্গী হারালে আর নতুন সঙ্গী খোঁজেনা।
এখন তো দেখি কাকের চরিত্র নিয়াও গোলরেবিল বৈঠক ডাকা লাগব।
সুরাইয়া পারভীন
হ আপু গোলটেবিল বৈঠক ডাকেন
এর একটা বিহিত করতেই হবে 😁😁
রোকসানা খন্দকার রুকু
কাক আসলে রুপক অর্থে। আমি কবিতা ভালো লিখতে পারি না আপু। কৃতজ্ঞতা 🌹
সুরাইয়া পারভীন
এ জগতে হায় কেউ কারো একার নয়
তা বলে কাক! কাক বোহেমিয়ান!
কাকের অন্তরালে…..
রোকসানা খন্দকার রুকু
কৃতজ্ঞতা সুরাইয়া 🌹
সৌবর্ণ বাঁধন
কাক বলুন বা মানুষ বলুন অস্তিত্বের গভীরে সবাই বোহেমিয়ান সত্ত্বা! মানুষ পরিব্রাজকের নিয়তি নিয়ে জন্মায়! রুপকের আড়ালে গভীর দর্শন চলে এসেছে কবিতায়। শুভকামনা সতত।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা কবিমশাই।🌹
হালিমা আক্তার
জীবনের অন্তরালে আমরা সবাই বোহেমিয়ান। সবাই প্রয়োজনে খুঁজে, প্রিয়জন হতে চায় কজনা। ঈদ মুবারক।
রোকসানা খন্দকার রুকু
ইদ মোবারক আপা 🥰