বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড়ে, ইমু বাবুর ঘর নড়বড় করে। কাল বৈশাখী কালো ধোয়ার ফল, সজীব হচ্ছে অজীব আর অজীব হচ্ছে সজীব। ঝড়ের শেষে পর দিবসে, গহিন টিলা-পাহাড়ি গাঙে নাইতে যখন যাই, গাঙের টলমলে কাজল জল, মিষ্টি হেসে বলে, ওগো, কেমন আছ ভাই। তখন জলের সাথে মীনের সাথে করি, লুকোচুরি খেলা। নীল আকাশে কে দিল আবার, ধবল রঙের ভেলা। লাল মেঘের ভেলা দেখা যায়, পূর্ব পশ্চিম কোণে। গাছপালা ভেঙে শেষ, ঐ গহিন বনে। ঝড়ে সব ঝরে পড়ে, আম কাঁঠালের মুকুল। পথ ঘাট যে জল ছুয়েছে, আনন্দে আনন্দে দূকুল। বৈশাখ হল ঝড়ের মাস, তখন ধরে বাহারি রকমের ফল। জলের তলে দূর্বাঘাস, করছে যে টলমল।
১২টি মন্তব্য
আরজু মুক্তা
বৈশাখের পুরো চিত্র ফুটে উঠেছে। ঝড় এলো এলো ঝড় আম পর আম পর।
জাহাঙ্গীর আলম অপূর্ব
মনোমুগ্ধকর মন্তব্য করেছেন প্রিয় পাঠক।
শুভকামনা রইল সদা।
পপি তালুকদার
বৈশাখ মাস এলে সত্যিই ঝড়ের অপেক্ষা না করলেও বৈশাখি ঝড় আসবেই।
আম কুড়ানোর সুখ উপভোগ হতে বঞ্চিত তাই কিঞ্চিত মন খারাপ।
ভালো লিখছেন। শুভকামনা জানাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল।
আশরাফুল হক মহিন
চমৎকার লেখনি প্রিয় কবি শুভকামনা রইল
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা। ভালো থাকবেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
বৈশাখ নিয়ে চমৎকার কবিতা। অনেক ভালো লেগেছে।এগিয়ে যান। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।
হালিমা আক্তার
বৈশাখ মাসের সুন্দর বিশ্লেষণ। শুভকামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনবদ্য মন্তব্য করেছেন।
শুভকামনা রইল