হারানোর পাল্লাটা একটু বেশি ভারীতো তাই বেদনাভরা মন নিয়ে লিখতে পারছিনা।
যাক এটাই হয়তো বিধির বিধান।মেনে নিতে কষ্ট হয়, তবু মেনে নিতে হয়।
পুরনোকে ভুলে নতুনের অপেক্ষায়….
আমি আমার ফেসবুক বন্ধুদের কাছ থেকে শেয়ার করলাম।
বেলুন ফাটাতে নিচের লিংকে ক্লিক করুন। 🙂
হ্যাপী নিউ ইয়ার টু অল সোনেলা ফ্রেন্ড।
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
দারুন এক কার্ড । অসাধারন ।
হারানো আর প্রাপ্তি নিয়েই জীবন । এসব নিয়েই সামনে এগিয়ে যেতে হয় , হবে।
শুভ নববর্ষ ।
অচেনা
অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া তোমাকে এবং তোমার ফ্যামিলির সবাইকে।
এই মেঘ এই রোদ্দুর
কাল অনেক ফাটাইছি
ধন্যবাদ
অচেনা
আজকেও ফুটান।
বেলুন ফুটানোর আনন্দে কেটে যাক সারা জীবন।
লীলাবতী
বাহ , বেশ মজার তো 🙂 হ্যাপি নিউ ইয়ার ২০১৩ ।
অচেনা
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা ও শুভকামনা রইল। 🙂
নীহারিকা
অনেক কিউট একটা পোস্ট 🙂
অচেনা
🙂