বেলাভুমি

মনির হোসেন মমি ২৩ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১২:৪৩:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ৮ মন্তব্য

184520_1074109115987200_5938654467303170300_nবেলা ভুমি আর পাড়ি হলো না
বুঝি,
সূর্যোদয়ের পূর্বেই
সূর্য্যাস্তের আগমন
বেলা ভুমি আর পাড়ি হলো না।

কায়ার হাড় কঙ্কালও জানে
ভাগ্যের বিড়ম্বনা কত প্রকার
ঘটে,
জল সমুদ্রের জলের ঢেউয়ে মতন ভাগ্য তরঙ্গ
হয়
কখনো আশায় বুক বাধি
কখনো নিরাশায় জীবনটাই
ক্ষয়,
বেলা ভুমি আর পারি হলো না বুঝি।

সু সময়গুলোর ঐক্যতায় দিশেহারা মন
যেন ,
ঈশ্বর চলেন
>ধরি মাছ না ছুই পানির ছলে
যেন,
দিয়েছিলাম তোকে তুই ধরতে পারলি
না
বেলা ভুমি আর পাড়ি হলো না।

সব ঠিক-উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম
সু নামের,
অহংকারীও এই আমি তবুও
জগতের জীবনের চাকা চলে
উল্টো পথে,
প্রশ্নের উত্তর নেই,
কেনো শ্রমের মজুরীর চাকাটা
ঘুড়ছে না,
এ বেলায় সে বেলায় দেই দিচ্ছির রোমান্টিজিয়মের
মাঝে,
মান অভিমান ছুটছেই না
….তুমি ভুল বুঝনা >
চেষ্টার কোন কমতি ছিলনা
বেলা ভুমি বুঝি
আর পাড়ি হলো না।

আশে পাশে চার পাশে ভদ্রের আড়ালে
ঘুষখোরের দৌরাত্বার সন্ধি
বিচারের নামে শোষনের হুংকার
চলবে যত কাল
মানবতা কাদে
কাদবেই বার বার
বেলা ভুমি হলো না পাড়ি আর।

ছবি>ইনেট

৪৭৬জন ৪৭৬জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ