বেলা ভুমি আর পাড়ি হলো না
বুঝি,
সূর্যোদয়ের পূর্বেই
সূর্য্যাস্তের আগমন
বেলা ভুমি আর পাড়ি হলো না।
কায়ার হাড় কঙ্কালও জানে
ভাগ্যের বিড়ম্বনা কত প্রকার
ঘটে,
জল সমুদ্রের জলের ঢেউয়ে মতন ভাগ্য তরঙ্গ
হয়
কখনো আশায় বুক বাধি
কখনো নিরাশায় জীবনটাই
ক্ষয়,
বেলা ভুমি আর পারি হলো না বুঝি।
সু সময়গুলোর ঐক্যতায় দিশেহারা মন
যেন ,
ঈশ্বর চলেন
>ধরি মাছ না ছুই পানির ছলে
যেন,
দিয়েছিলাম তোকে তুই ধরতে পারলি
না
বেলা ভুমি আর পাড়ি হলো না।
সব ঠিক-উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম
সু নামের,
অহংকারীও এই আমি তবুও
জগতের জীবনের চাকা চলে
উল্টো পথে,
প্রশ্নের উত্তর নেই,
কেনো শ্রমের মজুরীর চাকাটা
ঘুড়ছে না,
এ বেলায় সে বেলায় দেই দিচ্ছির রোমান্টিজিয়মের
মাঝে,
মান অভিমান ছুটছেই না
….তুমি ভুল বুঝনা >
চেষ্টার কোন কমতি ছিলনা
বেলা ভুমি বুঝি
আর পাড়ি হলো না।
আশে পাশে চার পাশে ভদ্রের আড়ালে
ঘুষখোরের দৌরাত্বার সন্ধি
বিচারের নামে শোষনের হুংকার
চলবে যত কাল
মানবতা কাদে
কাদবেই বার বার
বেলা ভুমি হলো না পাড়ি আর।
ছবি>ইনেট
৮টি মন্তব্য
ব্লগার সজীব
খুবই ভাল হয়েছে কবিতা মনির ভাইয়া। সোনেলায় একটু কম দেখি আপনাকে। -{@
ইলিয়াস মাসুদ
কবিতা অনেক ভাল লাগলো
ছবিতে তিন প্রজন্ম, অসাধারন
অরুনি মায়া
ভাল লিখেছেন ভাই | গানের মত লাগল কবিতাটি |
অনেকদিন পর লিখলেন |
আবু খায়ের আনিছ
কবিতা পড়তে গিয়ে সুর বেজে উঠল, বাস্তবে নয় মনে।
তিন প্রজন্মের একটা ছবি, সময়ের সাথে চলে যায় সব কিছু, ছবিটার প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম সকল পাঠকের। অসাধারণ!
জিসান শা ইকরাম
কবিতায় ভালো লাগা
মিস করি আপনাকে।
খসড়া
কবিতাটা খুব সুন্দর। ছবিটা কবিতাকে অতিক্রম করে গেছে।
মোঃ মজিবর রহমান
ভাল লাগলো মনির ভাই।
(y)
নীলাঞ্জনা নীলা
অসাধারণ লিখনী। ভালো লেগেছে মনির ভাই।