
রুক্ষতাকে বশ করে নেমেছে অঝোর ধারা
সকাল-সন্ধ্যা ক্লান্তিহীন,
জলতরঙ্গ ছন্দে আনন্দে
রন্ধ্রে রন্ধ্রে পুলকিত আবেশে;
প্রাণের স্পন্দনে-
আগুর বর্ষা এসেছে যেন রাগে অনুরাগে।
মিলনের আবডালে, মৌন সম্মতিতে
তুমি-আমি আর কবিতা,
বেনীআসহকলা’র প্রজ্জ্বলিত সাজে
অসীম বৈচিত্রকান্তের লীলায়;
এপারে ওপারে-
খুনসুটিতে মত্ত মুখোমুখি প্রেম প্রণয়ে।
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ইস কতদিন পর আপনার এমন সুন্দর একটি কবিতা পেলাম। খুব ভালো লেগেছে ভাইয়া। ভালো থাকবেন নিরাপদে থাকবেন। নিরন্তর শুভকামনা রইলো
তৌহিদ
ধন্যবাদ দিদিভাই, ভালো থাকুন সুস্থ্য থাকুন।
পার্থ সারথি পোদ্দার
বাহ! বেশ সুন্দর কবিতা,ভাই
তৌহিদ
পড়ার জন্য ধন্যবাদ দাদা।ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
ওয়াও দারুণ
মুখোমুখি প্রেম প্রণয়
সাথে দুর্দান্ত রোমান্টিক কবিতা
জাস্ট অনবদ্য মুহূর্ত
তৌহিদ
ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
শামীম চৌধুরী
রঙধনুর মতনই কবিতাটি। তাইতো বলি প্রেমে খুনসুটি না থাকিলে রঙধনুর সাত রঙ ধরবে কি করে।
ভাল লাগলো তৌহিদ।
তৌহিদ
কথা ঠিক, রংধনুরর সাতটি রঙে মিশে আছে প্রেম। ভালো থাকুন ভাই।
সুপায়ন বড়ুয়া
ওয়াও !
এই সুন্দর সন্ধ্যায় কাব্য চর্চা
মনটাই ভড়িয়ে দিল।
শুভ কামনা।
তৌহিদ
যৎসামান্য চেষ্টা করছি আর কি! কবিতা আমার দুর্বোধ্য লাগে খুব। ভালো থাকুন দাদা।
প্রদীপ চক্রবর্তী
এত সুন্দর কবিতা।
ভালো লাগার মতো দাদা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
কবিতা যেন নিজেই মুখোমুখি রঙ ছড়িয়ে বসেছে।
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকুন সবসময়।
সাবিনা ইয়াসমিন
বাহ! বেনীআসহকলা সার্থক হয়েছে ষোল কলায়
সম্মিলিত প্রণয়ে-কবিতায়।
দারুন লিখেছেন তৌহিদ ভাই ☺☺
তৌহিদ
ধন্যবাদ আপু, বৃষ্টিতে অলস বসে থেকে খাতায় একটু আঁকিবুঁকি করলার আর কি!
শুভকামনা সবসময়।
হালিম নজরুল
এমন সুখের বৃষ্টি আসুক জীবনের প্রতি ক্ষণে ক্ষণে,
প্রতি বাঁকে বাঁকে।
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
বর্ষা মানেই প্রেম, গীত,,, কবিতা
তৌহিদ
ঠিক তাই আপু। ভালো থাকুন সুস্থ্য থাকুন।