বৃষ্টি

ইসিয়াক ২১ জুন ২০২০, রবিবার, ০৩:৩০:১৪অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য
১]
ঝরঝর বৃষ্টি এলো আষাঢ় গগনে,
দুলে ওঠে প্রাণ মন চঞ্চল পবনে।
কতদিন দেখিনি এমন বারি বরষণ,
চিত্ত আকুল হলো সিক্ত তনু মন।
মেঘের আঁধারে লুকায় যত পাপ পঙ্কিলতা,
কাব্য হয়ে উঠলো ফুটে মনের কথকতা।
তৃণলতা সাজলো ওই, নানা বর্ণিল সাজে,
বৃষ্টির আহ্বানে ফুলকলি ফোটে লাজে।
[২]
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
টিনের চালে, তালে তালে।
বৃষ্টি এলো নতুন সাজে,
সপ্ত সুরে বীনা বাজে।
বৃষ্টি এলো দূর পাহাড়ে,
স্বপ্ন ফোটে মন বাহারে।
বৃষ্টি এলো ভালোবেসে
প্রিয়ার মিঠে প্রেম পরশে।
বৃষ্টি এলো টগবগিয়ে
মাতাল প্রেমের স্বপ্ন নিয়ে।
বৃষ্টি এলো বৃষ্টি এলো
নবরাগের সৃষ্টি হলো।
বেশ তো হলো বৃষ্টি এলো
আবার শুভদৃষ্টি হলো।
৭০৯জন ৫৮২জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ