
( ১)
বর্ষাকে চিঠি লিখেছে মেঘ,
তুমি এলেই ভালো
চোখের কোণে জমানো জল
কেউ দেখে না।
স্মৃতি শুধু তাড়া করে
সকাল বিকেল।
( ২)
সেদিন ছিলো,
মেঘে মেঘে বন্ধুত্বতা
আজ সেখানে
গহীন শূন্যতা।
( ৩)
যদি মনে পড়ে একদিন
বৃষ্টির কাছে যেও
চোখের জমানো অশ্রুগুলো
তুমি বুঝে নিও।
(৪)
মেঘলা দিনে তোমায় চাই
ভালোবেসে ভালোবাসায়
বৃষ্টি হয়ে কাঁদার ছলে
তোমায় জড়াতে চাই।
(৫)
ইচ্ছে আমার মেঘলা দিন
কালো মেঘের ঢেউ
বৃষ্টি হলে,
ছুঁয়ে দিতো কেউ।
(৬)
আমাকে মনে পড়লে
জানালায় এসো
হাত বাড়িয়ে ছোঁব
বৃষ্টির ফোটা হয়ে।
(৭)
বৃষ্টি এলেই
কবিরা
কবিতা খেয়ে বাঁচে।
(৮)
ইস! কতোদিন পর দেখা হলো
চলো, ঝগড়া করি নতুন করে
দিলাম দুহাত ; ফেরাতে নয়
চলো, ভিজি আজ বৃষ্টিতে।
৩৪টি মন্তব্য
ফয়জুল মহী
অনন্যসাধারণ লেখা। ভালো লাগলো।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
সাবিনা ইয়াসমিন
বৃষ্টি এলেই কবিরা কবিতা খেয়ে বাঁচে,
বৃষ্টি নিয়ে লিখেও কবি হতে পারেন কেউ- না কেউ 🙂
টুকরো কবিতা ভালো লাগলো এই বৃষ্টির রাতে।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
বৃষ্টি তো দারুণ একটা উপাদান কবিতা লেখার।
ধন্যবাদ আপি
নিতাই বাবু
এই মেঘলা দিনে, বৃষ্টির দিনে, এইতো আজ বিকালেও ভিজেছি খুব। ভিজে ভিজে ভেজা কাকের মতো সোনেলা নীড়ে এসেই আপনার বৃষ্টিময় কবিতাখানা খুবই ভালো লাগলো।
আশা রাখি ভালো থাকবেন, দিদি।
আরজু মুক্তা
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ভালো থাকুন।
শুভকামনা
ছাইরাছ হেলাল
উপছে পড়া ভালোবাসার বৃষ্টি-পরশ সবাইকে ছুঁতে না পারলেও
কাউকে কাউকে জড়িয়ে রাখে, এ লেখায় তাই দেখছি।
আরজু মুক্তা
বৃষ্টি মানেই রোমান্টিকতা।
সাথে ভিজলে আবার জটিলতা!
ধন্যবাদ কবিতা পড়ার জন্য
আলমগীর সরকার লিটন
অনেক অনেক বর্ষার বৃষ্টিভেজা শুভেচ্ছা রইল কবি আপু
চমৎকার হয়েছে———-
আরজু মুক্তা
আপনাকেও ধন্যবাদ ভাই
মোঃ মজিবর রহমান
১নম্বর দারুন উপভোগ্য।
৩নম্বর মন্দ নয়।
২নঅম্বর পড়ার আগ্রহ বাড়ায়।
৪নম্বর পাশাপাশি হয়, বৃষ্টিপাত হোক।
৫নম্বর ভেজাতে আসবেই কেউ তখন সুখি হুউ।
৬নম্বর আকাংখ্যা বাড়িয়ে যাক আসবক্ষন।
৭নম্বর পেটে খুদা, পকেট খালি বউরা তাড়ায় টাকা আনবিই।
৮নুম্বর মিলেমিশে জমে যাও(ক্ষির চিনিবাদে)। লবনাক্ত।
সুপর্ণা ফাল্গুনী
দারুন মন্তব্য ভাইয়া। সহমত পোষণ করছি। শুভ কামনা রইলো আপনার জন্য
মোঃ মজিবর রহমান
আপনার প্রতিও রইল শুভকামনা।
আরজু মুক্তা
দারুণ কনসেপ্ট। কবিতার সারমর্ম বের করে ফেলেছেন।
আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আরজু মুক্তা আপু।
সুপর্ণা ফাল্গুনী
বৃষ্টি এলেই কবিরা কবিতা খেয়ে বাঁচে তার বড় প্রমাণ আমাদের মহারাজ। মহারাজ বৃষ্টি নিয়ে এতো সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়েছে যে মুগ্ধ আর মুগ্ধ হয়ে যাই। আপনার লেখাতেও সেই সৌন্দর্য অনেকটা খুঁজে পেলাম। খুব ভালো লাগলো আপু। শুভ কামনা রইলো
আরজু মুক্তা
হেলাল ভাই তো একটা ডিকশনারি।
আর আমি একটু তাল মিলাতে লিখি। ততো ভালো লিখতে পারিনা। তবুও ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভকামনা
সুরাইয়া পারভীন
বাহ্ সব গুলো অনু-কবিতা দারুণ লেগেছে।
মেঘ বৃষ্টি ঝড় ঝিমিয়ে যাওয়া কবিকে প্রাণবন্ত করে তোলে। বৃষ্টির সাথে রোমান্টিক খুনসুটিতে মেতে ওঠে কবিদের মন ও মনন।
আরজু মুক্তা
কবিতা আর বৃষ্টি একে অপরের সম্পুরক
সুপায়ন বড়ুয়া
বৃষ্টি নিয়ে কাব্য কথন
লাগলো অনেক ভালো
বন্ধু আমার ছাতা মাথায়
বৃষ্টি নিয়েই এলো।
ভাল লাগলো। শুভ কামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ পড়ার জন্য
খাদিজাতুল কুবরা
“যদি মনে পড়ে একদিন
বৃষ্টির কাছে যেও
চোখের জমানো অশ্রুগুলো
তুমি বুঝে নিও।”
সবগুলো অনুকাব্য সুন্দর অর্থবহ।
খুব ভালো লিখেছেন আপু।
আরজু মুক্তা
আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বৃষ্টি নিয়ে দারুণ লেখা —- চলো, ভিজি আজ বৃষ্টিতে।
শুভ কামনা রইল।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
কামাল উদ্দিন
বৃষ্টি আমার যদি ক্ষতিও করে তবু সব সময় বৃষ্টিটাই আমার ভালোলাগে, আর আপনার মতো যারা ছড়া ছন্দে হাত পাকিয়েছে তাদের জন্য তো বৃষ্টি এক অনন্য আশির্বাদ। ছন্দ লেখা কবিদের খুব হিংসে করতে ইচ্ছে করে। আমার পরটর বোমা মারলেও ছন্দ বের করা কঠিন………বৃষ্টি কাব্যে ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
আরজু মুক্তা
আমিও ভালো কবিতা লিখতে পারিনা। একটু তাল মিলালাম সবার সাথে বৃষ্টি নিয়ে।
ভালো থাকবেন। শুভকামনা
কামাল উদ্দিন
আপনিও সব সময় ভালো থাকুন আপু।
তৌহিদ
বাব্বাহ! বৃষ্টি নিয়ে এত কিছু! এমন লেখা আপনাকেই মানায় আপু। বৃষ্টি দেখলে আমার ঘুম পায় শুধু।
লেখা ভালো লেগেছে আপু। শুভকামনা রইলো।
আরজু মুক্তা
বৃষ্টিতে ঘুম আমার পালিয়ে যায়। বরং প্রচণ্ড গরমে ঘুম পায়। কবিতা ভালো লিখতে পারিনা। একটু তাল মিলালাম সবার সাথে।
শুভকামনা
উর্বশী
রিম ঝিম রিম ঝিম বৃষ্টি পড়ে, প্রিয়ার কথা মনে পড়ে।
চোখের তারায় তোমার ছবি বলি আমি কেমন করে।
আমার লেখা গান এই দু’ লাইন আজ আপনার জন্য উপহার।
বৃষ্টি নিয়ে দারুন লিখেছেন। অফুরান শুভ কামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ আপু।
শুভকামনা জানবেন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি,
ইস! কতোদিন পর দেখা হলো
চলো, ঝগড়া করি নতুন করে
দিলাম দুহাত ; ফেরাতে নয়
চলো, ভিজি আজ বৃষ্টিতে।
আরজু মুক্তা
ভালো থাকুন সবসময়।
শুভকামনা