
শহর জুড়ে বৃষ্টি এলো
উষ্ণতার প্রহরে
এক পশলা মন ভিজালাম
নবীণার হাত ধরে ।
নাকের ডগায় বৃষ্টির জল
বাড়িয়ে দেয় শিহরণ
ভেজা চুলের গন্ধ মাখি
অনন্ত নিঃশ্বাসে জাগে মন ।
মেঘ গুড় গুড়, মেঘ গুড় গুড়
বৃষ্টি নামে জোরে
জড়িয়ে ধরি নবীণার চিবুক
শক্ত করে বাহু ডোরে ।
দেহ ভেজালাম, মন ভেজালাম
বৃষ্টি গেলো থেমে
নবীণার সাথে জেগে উঠিলাম
যুগল উষ্ণ প্রেমে ।
বৃষ্টি আমায় ছুঁয়ে গেলো
ভালবাসার বুক
বৃষ্টির সাথে আমার নবীণা
বারে বারে আসুক ।
~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০১/১০/১৯
ঢাকা
১৩টি মন্তব্য
পপি তালুকদার
বৃষ্টির সাথে আমার নবীণা,বারে বারে আসুক…….নবীণা আর বৃষ্টির ভালোবাসা মিশে একাকার হয়ে যাক!
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুরাইয়া পারভীন
বৃষ্টির মৌসম এলেই মনে পড়ে যায় নবীণাকে
চমৎকার হয়েছে বৃষ্টিসহ নবীণার বন্দনা
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
ফয়জুল মহী
খুব আকর্ষণীয় ও প্রাণবন্ত লেখা ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
আরজু মুক্তা
বৃষ্টিতে প্রেম ভালো জমে
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
হালিম নজরুল
বৃষ্টিভেজা কবিতা
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
বৃষ্টিতে প্রেম ভিজে একাকার। নবীনার প্রেমে সার্থক আপনি। শুভ সকাল
কামরুল ইসলাম
ধন্যবাদ
শুভ রাত্রি
কামরুল ইসলাম
ধন্যবাদ, শুভ রাত্রি