
অন্তর আত্মার নীল কুঠির
সেখানে আগুন গলে মোম হয়,
বৃষ্টির জল যেন কেরোসিনের সল্তেকে উষ্কে দেয় ।
সাঁঝবাতি হাতে দাঁড়িয়ে ডাহুকী শৈশব।
মাটি পুড়ে খাক মেঘের বুকের উষ্ণতায়,
হাসনাহেনা থেকে মুখ ফিরিয়ে নেয়
খসে পরা একটা বেদনাতুর জলহাস।
তখন মাটির শরীর জড়ে যৌবনের ঘ্রান
আর আমার শৈশব চুরি হয়ে যাওয়া,
তামাটে রাত,অথবা ডানা ঝাপটানো পায়রার
লীন হয়ে আসা চোখ।
১৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার উপস্থাপন। খুব ভালো লাগলো বৃষ্টির বিলাপ। শব্দচয়নে, কাব্যে মুগ্ধ হলাম ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো
নাজমুল হোসেন নয়ন
ধন্যবাদ
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা
সৌবর্ণ বাঁধন
অনেক সুন্দর শব্দের ঝর্ণাধারা।
ফয়জুল মহী
মুগ্ধ হলাম লেখায়
নাজমুল হোসেন নয়ন
শুভেচ্ছা চিরন্তনী
শামীম চৌধুরী
খুব সুন্দর।
নাজমুল হোসেন নয়ন
ধন্যবাদ ভাই
রেজওয়ানা কবির
চমৎকার লেখনী।
নাজমুল হোসেন নয়ন
ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনা
নাজমুল হোসেন নয়ন
অনেক ধন্যবাদ লিটন ভাই
আলমগীর সরকার লিটন
জ্বি নয়ন দা ভাল থাকবেন
নাজমুল হোসেন নয়ন
ধন্যবাদ ভাই