স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+২
- বৃষ্টির দিনে মনে পড়ে
- বাল্যকালের কথা,
- আজও তা যে মনের কোণে
- স্মৃতির পাতায় গাঁথা।
- বৃষ্টির শব্দ বড়ই মধুর
- শুনতে লাগে ভালো,
- গগন জুড়ে ভেসে বেড়ায়
- মেঘ যে ভীষণ কালো।
- ইচ্ছে মতো যখন তখন
- নামে একটু বৃষ্টি,
- বৃষ্টি যদি না হয় তবে
- হবে অনাসৃষ্টি।
রচনাকালঃ
০৩/০৬/২০২১
৪৮৫জন
৪৬১জন
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বৃষ্টির শুভেচ্ছা রইল কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
বৃষ্টি না হলে হবে অনাসৃষ্টি সত্যিই তাই। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর হয়েছে মন্তব্য।
শুভকামনা রইল
আরজু মুক্তা
তাহলে বৃষ্টিই হোক।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল