বৃক্ষমায়া

আগুন রঙের শিমুল ১৯ নভেম্বর ২০১৪, বুধবার, ০৯:৩৮:২২অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

চোখের পরে আগুন জড়ো হলে পরে –
পথের পাশে হঠাৎ পেয়ে যাওয়া পাতাহীন বৃক্ষকে বলি আমার অভিজ্ঞতার কথা।
বেচে থাকার এবং মৃত্যুর অভিজ্ঞতা, রং বদলের এবং দুঃখ দিনের গাথা।

এবং একটি পাখি এসে বসে পাতাহীন ডালে –
পাখিটি জানেনা, বেচে থাকাই শেষ কথা অভিযোগ করাটাই বোকামি,
একা পাখি, বোকা পাখি শিস দেয় বেখেয়ালে।

এবং বৃক্ষের গায়ে বসা কাঠঠোকরাটিও –
দিনমান স্মৃতির গায়ে ঠুক ঠুক, ঠুক ঠুক
একই পৃথিবীর হাজার রকমের স্বপ্নের গায়,
চেনা পৃথিবীর চেনা মুখ সব আড়াল, আড়াল।
কাঠঠোকরা বিরামহীন ঠুকরে চলেছে, নির্দয় স্বপ্নভুক।

চোখের পরে আগুন জড়ো হলে পরে –
হঠাৎ পলাতক বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যায়, অলখঝোরায়।

৫৫৭জন ৫৫৭জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ