মুগড়ীর ডাক শুনে হামার নিন ভ্যাঙ্গে যেতো
আহা শীতের সকাল উঠানে গাও গরম করা কি ওদ
আর মুজু দাদার দুতলা মুগড়ীর ঘরগুলো কি সুন্দর;
মুজু দাদা নিনদোত থেকে উঠে ফজরের নামাজ পরে,
মুগড়ীগুলোক খাবার দিত, কত ডিম; সালা বুড়ে একশত
পাঁচ বছর বাঁচিচলো ,বই পড়া খুব সখছিল- কত স্মৃতি কথা
আছে সারাদিন লেখলও শেষ হবারলয়।
ঢাকা থেকে ইত্তেফাক পত্রিকা, ঢাকা ডাইজেস্ট মাসিক
পত্রিকা নিত, হামাক এনা হাসপাতালে যাতে বলত
ডাক্তার মুখলেছুর সাহেব কাছে ঢাকা ডাইজেস্ট পত্রিকা
দিয়ে আছতে, হামী যাতাম; সালা বুড়ের গারের রক সব
সময় তেরাছিল, ইংলিশে ওনরগল কথা বলতে পারত।
হামাক খালি কত পড়েক পড়েক- একদিন ইংলিশ বই
নিয়ে গেছি, হামী ত ইংলিশ কিছুই পায় না কি কতে কি কইছি আর
এমনি দিল কান ডলা; সালা বুড়ের কপাল ভাল পেছিল একটা বউ
এত আদর করত- উঙ্কে বউ হামরা যদি পাতাম জীবন শাহীন করতে পারতাম;
সালা মুজু দাদার মতো হতে পানু না, উঙ্কে বউ পানু না
ঢাকার বুড়িগঙ্গায় ভ্যাসে গেলো জীবন হামার।
০৫ আশ্বিন ১৪২৬, ২০ সেপ্টেম্বর ২০
————————————–
১৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সৃতিচারণ লেখা। আমরা এতো পড়েও ইংলিশ বলতে পারিনা। আর তাঁরা কত সুন্দর বলত। ভাই বউ কি আর সবার কপালে জোটে! মুজু দাদার কপালে কপাল ঘোষে নিলে হইত কিছু হত তা আর হবার না।
লিটন ভাই কোথায় বাসা এখন আপনার। শ্যামলি না কোথায়?
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মজিবর দা শ্যামলি তে থাকি এখন আছি
আছেন একদিন দেখা হবেহিনি——–
সুপায়ন বড়ুয়া
ঢাকার বুড়িগঙ্গায় ভ্যাসে গেলো জীবন হামার।
জীবনটাই ফুটে উঠে ব্যর্থ হাহাকার।
ভাল লাগলো। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় সুপায়ন দা
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————
আরজু মুক্তা
হায়রে হাহাকার!
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মুক্তা আপু
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————
আরজু মুক্তা
আপনিও ভালো থাকুন
ফয়জুল মহী
নান্দনিক শব্দ ছোঁয়া
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মহী দা
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————
শামীম চৌধুরী
বগুড়ার আঞ্চলিক ভাষায় কবিতাটা দারুন ভাল লাগলো।
শুভ কমানা ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় শামীম দা
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————
সুরাইয়া পারভীন
অ আঞ্চলিক ভাষায় লেখা কবিতা ভালোই লেগেছে।
মুজু দাদার মতো বউ না পাওয়ার আক্ষেপ বেশ ভালো করে ফুটে উঠেছে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় পারভীন আপু
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————
সুপর্ণা ফাল্গুনী
বৌয়ের জন্য হাহাকার 😋😋! ইংরেজী বোঝা বা বলতে পারাটা সত্যিই সবাইকে দিয়ে তেমন হয়না কারন আমাদের চর্চার অভাব। ভালো লাগলো কবিতা। শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় সুপর্ণা দিদি
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————
হালিম নজরুল
আঞ্চলিক ভাষার লেখা সবসময় আমাকে বিমোহিত করে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নজরুল দা
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———