
সাগর জলে উঠলো ফুলে
বুলবুলের তান্ডব
বসতি কুলে ভাগ্য ভুলে
নিষ্ঠুর এই বান্ধব ।
জলের তলে শিকার ফলে
ভাগ্য যখন গড়ি
হিংসায় ফুঁসে নিষ্ঠুর রোষে
তোর আঘাতে মরি ।
ঘর ভাঙিস, বাড়ি ভাঙিস
কেড়ে নিস সব
সুতায় বোনা স্বপ্ন চুনা
হিংস্র তোর উৎসব ।
থাকিস জলে, গভীর তলে
আসিস কেন কুলে
একটি বার, দে বাঁচিবার
হিংসা বিদ্ব্যেষ ভুলে ।
দুর্বিসহ এই জীবনে , হিংস্র দমনে
আসিস না যে আর তুই
সাগর কুলে দুঃখ ভুলে এবার মোরা
দুহাতে স্বপ্ন ডাঙা ছুঁই ।
১৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
কামরুল ভাই, আপনার আগের পোস্টের সময়সীমা এখনো ২৪ ঘন্টা পার হয়নি। আপনি লেখাটি খসড়ায় রাখুন, নতুবা নীতিমালা ভংগের জন্যে মডারেটর গন আপনার পোস্ট রিমুভ করে দিবে।
কামরুল ইসলাম
খসড়ায় কিভাবে রাখে?
সুরাইয়া পারভিন
এ যাত্রায় রক্ষা করেছেন মহান রাব্বুল আলামীন
শুকরিয়াহ জ্ঞাপন করছি
চমৎকার লিখেছেন
কামরুল ইসলাম
ধন্যবাদ
প্রদীপ চক্রবর্তী
বুলবুল এখন অনেকটা শান্ত।
ভালো থাকুক উপকূলীয় অঞ্চলের মানুষ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
জিসান শা ইকরাম
বুলবুল আমাদের তেমন ক্ষতি করতে পারেনি।
কবিতা ভাল হয়েছে ভাই।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সাবিনা ইয়াসমিন
সবার দোয়ায় আর আল্লাহ তায়ালার দয়ায় বুলবুল ফিরে গেছে।
কবিতা ভালো লেগেছে কামরুল ভাই।
শুভ কামনা 🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সঞ্জয় মালাকার
এযাত্রায় মুক্তি পেয়েছি, কবিতা ভালোলাগলো খুব।
কামরুল ইসলাম
ধন্যবাদ
শুভ কামনা
এস.জেড বাবু
একটি বার, দে বাঁচিবার
হিংসা বিদ্ব্যেষ ভুলে ।
ইশ যদি এমন হতো।
এ যাত্রা রক্ষা পেয়েছে, শুকরীয়া খোদার দরবারে।
সুন্দর লিখা।
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা
মনির হোসেন মমি
হিংসার অবসান হউক। খুব ভাল হয়েছে।
দুর্বিসহ এই জীবনে , হিংস্র দমনে
আসিস না যে আর তুই
সাগর কুলে দুঃখ ভুলে এবার মোরা
দুহাতে স্বপ্ন ডাঙা ছুঁই ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা