
কথা হোক বা না হোক
কাছে থাকুক বা না থাকুক
যে আমার সে আমারই। আমৃত্যু আমারই থাকবে। পুরো পৃথিবী তার বিপরীতে গেলেও সে আমারই হাত ধরবে। আমি জানি সে যেখানেই থাকুক বেলা শেষে আমার কাছেই ফিরবে। যখন শরীরের ভারে নুয়ে পথ চলতে কষ্ট হবে তখন সে আমার অবলম্বন হবে। এটা কেবল ধারণা নয় আমার বিশ্বাস। আর এই বিশ্বাসের উপর ভর করে বিষাক্ত সায়ানাইডকেও আমি অমৃত ভেবে হাসতে হাসতে খেয়ে নেবো এক নিমিষেই। একবারও ভাববো না এটা খাবো কি না? কারণ আমি জানি শিশির গায়ে বিষাক্ত সায়ানাইড লেখা থাকলেও শিশির ভেতরে শুধু মধুই থাকবে। আমি ডাকলেই সে আসবে আমাকে নিতে।
কথা গুলো কতো জোর দিয়ে বলছে আদৃতা। সত্যিই কি তাই! সত্যিই কি কেউ এতোটা বিশ্বাস যোগ্য? যেখানে প্রতিনিয়ত ঘটছে সম্পর্কের যবনিকা সেখানে আদৃতা এতো জোর গলায় এই কথা গুলো বলে কি করে?
তুমি যে কথা গুলো এতোক্ষণ বললে তা কি ভেবে বললে? এতো বিশ্বাস তোমার মানুষের প্রতি?
তোমার এই বিশ্বাস অন্ধবিশ্বাস নয় তো! দেখো খোঁজ নিয়ে ব্যস্ততার অজুহাতে সে দিব্যি সময় কাটাচ্ছে। অন্য কোথাও অন্য কারো সাথে বিন্দাস সময় কাটাচ্ছে। বোকা মেয়ে এতো বিশ্বাস করতে নেই কাউকে। পরে আফসোস করতে হবে। সময় থাকতেই সাবধান হয়ে যাও কারো প্রতি অতিবিশ্বাসী হইনা। বিশ্বাস ভাঙ্গার যন্ত্রণা সইতে পারবে না। জীবন্ত লাশ হয়ে বাঁচতে হবে,,,
আদৃতাঃ হা হা হা হা,,, ভালোবাসি তো। আর এই ভালোবাসা বিশ্বাসের উপর নির্ভর করেই হয়। আমি জানি পৃথিবী ধ্বংস হলেও সে আমার হাত ছাড়বে না। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারীকে যদি তার সামনে দাঁড় করা হয় তবুও সে আমার কাছেই আসবে। আমারই হাত ধরে বাকীটা পথ পাড়ি দেবে। সর্বোপরি কোনো নারীর দেহের উপর থেকে টেনে তুলতে হলেও আমি বলবো ও ইচ্ছে করে এটা করেনি। হয়তো বাধ্য হয়েছিলো।
ধন্য তুমি আদৃতা, ধন্য তোমার বিশ্বাস। আশা করছি তোমার এতো বিশ্বাস, এতো ভালোবাসা ভাঙ্গার শক্তি এই পৃথিবীতে কোনো প্রেমিকের হবে না। অসংখ্য শুভ কামনা রইলো তোমার জন্য। ভালো থেকো আদৃতা।
২৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসম্ভব সুন্দর হয়েছে আপু। শুভ বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি। বড় দিনের শুভেচ্ছা রইলো
ইসিয়াক
খুবই ভালো লাগলো আপু।
বড়দিনের শুভেচ্ছা রইলো ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
শুভেচ্ছা রইলো
নিতাই বাবু
এই পৃথিবীতে বিশ্বাস হলো, একরকম অমৃত প্রসাদ। সেই প্রসাদে বিষ থাকলেও, সেবন করার পর বিষে ধরে না। সুন্দর একটা বিশ্বের গল্প পড়লাম। এমন বিশ্বাস সবার মাঝে উদিত হোক।
সুরাইয়া পারভীন
ঠিক বলেছেন দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ফয়জুল মহী
অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
তৌহিদ
ভালোবাসায় বিশ্বাস না থাকলে সেটা বৃথা, এটাই চরম সত্যি। ভালো লিখেছেন আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
বিশ্বাস অটূট থাকুক।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মোঃ মজিবর রহমান
আপনার প্রতিও রইল শুভেচ্ছা।
নাজমুল হুদা
বিশ্বাস এক জেনারেটর।
বিশ্বাসে ভরে যাক পৃথিবী।
সুরাইয়া পারভীন
আমীন
আন্তরিক ধন্যবাদ ভাই
নুরহোসেন
চমৎকার লিখেছেন, ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ছাইরাছ হেলাল
তাবৎ পৃথিবী পাল্টে যাবে এমন প্রচণ্ড বিশ্বাসী ভালবাসার সাহচার্যে।
সুরাইয়া পারভীন
একদম তাই
এমন বিশ্বাস থাকলে কেউ আর তা ভাঙ্গার সাহস পাবে না।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মাহবুবুল আলম
এরই নাম নাম প্লেটনিক লাভ বা নিষ্কাম ভালোবাসা। এ ভালোবাসা প্রতিদান চায় না।
কবিতা ভাল লাগলো। শুভেচ্ছা জানবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
আপনার গল্পগুলোতে ভালোবাসাবাসার ভাবাবেগটা থাকে বেশী, যদিও বাস্তব পথ এতোটা মসৃন নয়।
সুরাইয়া পারভীন
কিছু ক্ষেত্রে বাস্তবতা এমনি হয়
আর কিছু থেকে অমসৃণ হয়
তবে কেনো জানি গল্পে আবেগ বেশিই ঢেলে দিই।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কামাল উদ্দিন
শুভেচ্ছা
জিসান শা ইকরাম
অবিশ্বাস হলো ভালোবাসার প্রধান শত্রু,
অবিশ্বাস ভালোবাসাকে হত্যা করে,
ভালোবাসতে হলে বিশ্বাস করতেই হবে।
আদৃতার মত বিশ্বাস থাকে কয়জনার?
সুরাইয়া পারভীন
সেটাই তো
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
এই পৃথিবীতে বিশ্বাস হলো, একরকম অমৃত প্রসাদ।
আর ভালোবাসায় বিশ্বাস না থাকলে শব্দ টা-ই বৃথা।
চমৎকার গল্প দিদি দুজনেই সফলতা হোক শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়