
দেশীয় সুপার শপে বিশেষ ব্যবসা রমরমা;
শীতাতপ নিয়ন্ত্রিত উঁচু বাতাসে
হারামজাদা মার্কা ট্রেড লাইসেন্স উদ্যোক্তা
চাপা জাতীয় কয়েকটি ব্যবসা চাঙা বিশ্বাস
প্রাগৈতিহাসিক ধারার অন্ধ চাহিদায় চলছে
প্রেম বিশ্বাস
রাজনীতি বিশ্বাস
নেতা বিশ্বাস
কথন বিশ্বাস
সজাগ দৃষ্টি ফেলবেন না, যত্রতত্র-
যাবতীয় বিশ্বাসের উৎপাদীয় মূলনীতি
বমিকৃত বিশ্বাসে- তুমি গিলে খাওয়া বিশ্বাসী।
নেত্রকোণা, ময়মনসিংহ
১৭টি মন্তব্য
তৌহিদ
এখন কাউরে বিশ্বাস নাই। নিজের পকেট ভারী করতে মানুষকে কতল করছে কিছু পিশাচ। তারা নিপাত যাক।
ছোট কবিতা ভালো লেগেছে নাজমুল।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
তৌহিদ
শুভকামনা ভাই।
ফয়জুল মহী
শিল্পসম্মত মনোভাবের প্রকাশ, ভালোই ।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
সুপায়ন বড়ুয়া
“সজাগ দৃষ্টি ফেলবেন না, যত্রতত্র-
যাবতীয় বিশ্বাসের উৎপাদীয় মূলনীতি
বমিকৃত বিশ্বাসে- তুমি গিলে খাওয়া বিশ্বাসী।”
সুন্দর তো বলেছেন ভাই,
ফুলে ফেপে উঠে রমরমা ব্যাবসায়।
শুভ কামনা
নাজমুল হুদা
ধন্যবাদ দাদাভাই 💞
জিসান শা ইকরাম
কবিতা অনেক ভালো হয়েছে ছোটভাই।
শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো একটা ম্যাসেজ পেলাম। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💕
এস.জেড বাবু
আর এভাবেই চলতে থাকবে সামনের দিকে
যুগের পর যুগ-
সবচেয়ে বড় সওদা- “বিশ্বাস”
ভালো লিখেছেন ভাই
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
সুরাইয়া পারভীন
কবিতায় ক্ষোভ উগড়ে দিয়েছে
বিশ্বাসকে পুঁজি করেই
বিশ্বাসের বমি গিলেই করছে
রমরমা ব্যবসা
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💕
হালিম নজরুল
বাহ। চমৎকার গভীরতা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞