
একটা ফুল কতো?
দশ টাকা!
আট টাকায় হয় না?
এভাবে বেচলে বাজান খরচ উঠে কিন্তু সংসার চলে না!
এই তো একটু আগে –
জেদ করে একজন আট টাকাতে নিয়েই ছাড়লো!
আচ্ছা ঠিক আছে দশ টাকাই নেন!
আমি কি আপনাকে কিছু খাওয়াতে পারি?
কেন?
এই যে যত্ন করে বললেন –
’একটু আগে জেদ করে একজন আট টাকাতে নিয়েই ছাড়লো’
সত্য বলার পুরস্কার।
তাইলে আপনীও বাজান আমার কাছে থেকে এক কাপ চা খাইয়েন!
কেন?
আমার কথাটা যে দ্বিধাহীনে বিশ্বাস করেছেন, এই জন্য!
শুনেছি পুরস্কার নাকি অনেকটাই উৎসাহের ধারক ও বাহক!
আসুন না –
উদার চিত্তে সকলে হস্ত প্রসারিত করি!
যদি তাতে বিশ্বস্ততা ও সততার পুরস্কারে সমগ্র সমাজটাই যদি ভরে উঠে
উপকার হোক বা না হোক
ক্ষতি তো আর হচ্ছে না!
ছবিঃ নেট থেকে সংগৃহিত।
১০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
স্যালুট সুন্দর একটি অনুগল্পএ সুন্দর সামাজিক সচেতনামুলক লেখার জন্য। ধন্যবাদ কবি ভাই।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
আলমগীর সরকার লিটন
চিত্রনাট্য খুব লাগল কবি দা
ভাল থাকবেন———-
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
রোকসানা খন্দকার রুকু
এ কাজটি আমি অনায়াসেই করি এবং অনায়াসেই ঠকে যাই।
বাসের জন্য দাঁডিয়ে আছি। এক অতি বৃদ্ধ বললো ক্ষুধা লেগেছে কিছু খাবে। বারবার ঠকেছি তাই এখন খাবার কিনে দেই।
বিস্কিট কিনে দিলাম। আমি দাঁড়িয়ে থাকতেই সে পাশের দোকানে গিয়ে দুটাকা লসে বিক্রি করলো। ১৮ টাকা তো রইলো। হয়তো আমি দিলে ১০ টাকা দিতাম।
সমাজটা মিথ্যায় ভরে গেছে। তবুও জেনে শুনেও করতে হয়। এটা আবার আমাদের দায়িত্ব।
তবে এ চাচা অনেষ্ট বলে মনে হচ্ছে। শুভকামনা 🌹
বোরহানুল ইসলাম লিটন
দুনিয়াতে সবচে’ কঠিন কাজে মানুষ চেনা আপু!
তারপরও বিশ্বাস করি
বিশ্বস্ততা ও সততার পুরস্কার স্বরূপ যদি ধন্যবাদও দেয়া হয়
একদিন ধন্যবাদ রবেই সমাজটা জেগে উঠবে!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন!
হালিমা আক্তার
চমৎকার অনু গল্প। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিম নজরুল
চমৎকার করে শিক্ষা দেবার জন্য ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
তৃপ্ত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!