
কেউ অনলাইনে নেই!
ক.
আমার তিনখাতে মজুদ দুঃখ আছে;
দুঃখ
দুঃখ
দুঃখ
ক্রমাগত আত্ম প্রতিরক্ষায়
সয়ে নিতে নিতে আমি ভালবাসি
মনে পড়ে শিল্প সফলতায়
তোমার খাতের উর্বর দুঃখগুলো
পড়ে আছে; আমরা ছেড়ে গেছি..
খ.
তোমার দেওয়া শরীরসম্মত
আমি ভুগছি,বেরিয়ে এসো-
বাঁচতে শিখাও..
দুঃখ স্বল্পতায় আয়ু গেলে,
আমার ভীষণ পাপ হবে
তোমার যাবে দিন- অভিশাপে!
গ.
ফেলে গেলে কেউ শুদ্ধ হয়;
দেখেই তো গেছে, সে-
নির্দিষ্ট মনে, যত্রতত্র দুঃখ ফেলুন।
নেত্রকোনা, ময়মনসিংহ
১২টি মন্তব্য
তৌহিদ
বিরহ দেখিয়ে এখন আর প্রেম পাওয়া যায়না ভাই, ডাইরেক্ট আন্দোলনে নামতে হবে।
শুভকামনা রইলো।
নাজমুল হুদা
ঠিক আছে পরের বার আন্দোলন নিয়া আসবো। 😆
জিসান শা ইকরাম
ভিন্ন ধরনের কবিতা।
ভাল হয়েছে,
শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
এতো দুঃখ দুঃখ দুঃখ নিয়ে লেখা শুরু করলেন! দুঃখ স্বল্পতায় আয়ু গেলে,
আমার ভীষণ পাপ হবে
তোমার যাবে দিন- অভিশাপে! অন্যরকম লেখা, ভাবনা । ভালো থাকবেন সুস্থ থাকবেন
নাজমুল হুদা
দুঃখ, সুখ কোনোটাই অবহেলা করতে নাই। লিখতে হয় সময়কে আটকে রাখার জন্য । ধন্যবাদ আপু।
আরজু মুক্তা
আজকাল দুঃখ সত্য কথা বলে
নাজমুল হুদা
দুঃখ তাহলে সত্যবাদী। ধন্যবাদ আপু।
নিতাই বাবু
এতো দুঃখ সাথে নিয়ে টিকে আছেন কীভাবে? তাই বলছি, আপনার থেকে কিছু দুঃখ আমাদের দিয়ে হালকা হয়ে যান। নাহয় দুঃখের ভারে নুয়ে পরবেন কিন্তু!
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
নাজমুল হুদা
এই যে দুঃখের কাব্য লিখে দিলাম, পড়ে পড়ে ভার মুক্ত করুন।
কামাল উদ্দিন
জটিল ভাবে লিখেছেন ভাই, আমার মাথায় অতোটা কুলায় না 😀
নাজমুল হুদা
জটিলভাবে লিখছেন বলছেন। এতেই বুঝা যায় মাথা কুলিয়ে নিয়েছে। ধন্যবাদ ভাইয়া।