আজ আকাশের ভীষণ মন খারাপ,
পৃথিবীর অসুখে কাঁদো কাঁদো ভাব।
এই বুঝি গলা ছেড়ে কাঁদবে এখনই!
অজস্র অশ্রু বিসর্জিত করবে অঝোরে,
আকাশের পবিত্র অশ্রুজলের স্নানে,
ধুয়েমুছে যাবে পৃথিবীর সমস্ত মহামারী।
বিশুদ্ধ এক নতুন পৃথিবীর হবে সৃষ্টি,
নব সূচনায় হাসবে মানুষ, হাসবে প্রকৃতি।
সবুজে সবুজে ছেয়ে যাবে রুক্ষ শুষ্ক-
নিস্তেজ নিস্তব্ধ অরণ্য, লতাপাতা ও গুল্মরাজি।
পরিপূর্ণ যৌবনবতী হয়ে উঠবে শুকনো মরা নদী।

ছবি_আমিই

৬১৩জন ৪৯৭জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ