
আজ আকাশের ভীষণ মন খারাপ,
পৃথিবীর অসুখে কাঁদো কাঁদো ভাব।
এই বুঝি গলা ছেড়ে কাঁদবে এখনই!
অজস্র অশ্রু বিসর্জিত করবে অঝোরে,
আকাশের পবিত্র অশ্রুজলের স্নানে,
ধুয়েমুছে যাবে পৃথিবীর সমস্ত মহামারী।
বিশুদ্ধ এক নতুন পৃথিবীর হবে সৃষ্টি,
নব সূচনায় হাসবে মানুষ, হাসবে প্রকৃতি।
সবুজে সবুজে ছেয়ে যাবে রুক্ষ শুষ্ক-
নিস্তেজ নিস্তব্ধ অরণ্য, লতাপাতা ও গুল্মরাজি।
পরিপূর্ণ যৌবনবতী হয়ে উঠবে শুকনো মরা নদী।
ছবি_আমিই
২৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই আমরা সেই শুভক্ষণের অপেক্ষায় আছি। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো। 🌹🌹
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
এমন আশায় বুক বেঁধে আমরা সবাই অপেক্ষা করছি,
অপেক্ষা করছি বিশুদ্ধা এক নতুন পৃথিবীর।
খুব সুন্দর আশাজাগানিয়া লেখা,
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
বিশুদ্ধ পৃথিবীতে দরিদ্র মানুষের হাহাকার ধ্বনি অনেক বেশী শোনা যাবে। ইতিমধ্যেই আমেরিকাতেই নাকি তিন কোটি লোক নতুন করে বেকার হয়ে গেছে। মধ্যপ্রাচ্ছে আমাদের দুইলক্ষ শ্রমিক অলরেডি চাকুরি হারিয়েছে। নতুন সেই পৃথিবী কথা ভাবতে মনের মাঝে শংকা হয়।
সুরাইয়া পারভীন
একমাত্র সৃষ্টিকর্তা ভরসা ভাইয়া
যা হয় তা ভালোর জন্যই হয়
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
সময় হোক দেখি আমাদের জন্য কতোটা ভালো অপেক্ষা করছে
সুরাইয়া পারভীন
সময়ের অপেক্ষা করা ছাড়া উপায় যে আর নাই গো ভাইয়া। এসব প্রবাদ বাক্যে শুধু মনকেই সান্ত্বনা দেওয়া
ছাইরাছ হেলাল
আকাশের কান্না দেখছি খুব-ই জরুরী এ সময়ে।
সারাক্ষণের কান্না হলে আবার সামাল দিতে পারবো ত!
এমন আশাবাদিতা এখন আমাদের খুব ই প্রয়োজন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
লেখা পড়ে ভালো লেগেছে।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
আজ আকাশের ভীষণ মন খারাপ,
পৃথিবীর অসুখে কাঁদো কাঁদো ভাব।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আতা স্বপন
পরিপূর্ণ যৌবনবতী হয়ে উঠবে শুকনো মরা নদী।
কিভাবে হবে? আমাদের পরিবেশ নষ্ট করছি আমার মানুষরা। ভুমিদস্যুরা একের পর এক দখল করে নিচ্ছে নদীরপাড়। নতুন পৃথিবী দেখতে আগ্রহ আমারও কিন্তু সে সৌভাগ্য আল্লাহ কি দিবেন। ধন্যবাদ হে আশা জাগানীয়া।
সুরাইয়া পারভীন
এই জন্যই তো প্রকৃতির চরম প্রতিশোধ নিচ্ছে। মানুষকে শিক্ষা দিচ্ছে। জানি না এতেও মানুষ মানুষ হবে কি না।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
ক্ষণিকের তরে নীহার-স্নাত ঊষা-লগনে মিহিরের পরশে ;
বাষ্পায়িত হয়ে নীলিমার আবক্ষে সঁপে দিলে।
বীজ থেকে অঙ্কুরিত অপত্য অলিন্দে, অলিন্দে যাযাবর-সম ;
চক্রাকারে ঘূর্ণিত প্রণেতার অন্বেষণে।
এইতো চাই আপু, জীবনটা সবুজে ভরে যাক, দূর হোক আঁধার এই জীবন থেকে।
সুরাইয়া পারভীন
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
শুভকামনা আপু
সুপায়ন বড়ুয়া
“নব সূচনায় হাসবে মানুষ, হাসবে প্রকৃতি।
সবুজে সবুজে ছেয়ে যাবে রুক্ষ শুষ্ক-
নিস্তেজ নিস্তব্ধ অরণ্য, লতাপাতা ও গুল্মরাজি।
পরিপূর্ণ যৌবনবতী হয়ে উঠবে শুকনো মরা নদী।”
আপু আমার লিখতে পারে
এতো সুন্দর করে
আপন রুপে প্রকৃতি সাজে
আনন্দ না ধরে।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
আশার বাণী নিয়ে এমন কবিতা পড়ে ভালো লাগলো আপু। পৃথিবী সাজুক নতুন রুপে।
শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
ভাল সময়ের প্রতীক্ষায় থাকলাম।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ আসবেই ভালো সময়
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
ধুয়ে মুছে যাক সকল জরা-ব্যাধি-ক্ষরা,
এমন এক বৃষ্টি নামুক
আকাশের টলমলো আনন্দাশ্রুতে হেসে উঠুক আমাদের বসুন্ধরা..
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ আপু
ভালো থাকুন সবসময়