ভয় নাকি হ্যালুসিনেশন

সুরাইয়া পারভীন ১৭ অক্টোবর ২০২০, শনিবার, ০৭:২৭:০২অপরাহ্ন অণুগল্প ১৮ মন্তব্য

কে….! কে এখানে…?

তখন ঘোর সন্ধ্যা। চায়ের কাপ এবং সাথে দু’টো টোস্ট বিস্কুট নিয়ে বসেছি দোতালার দখিনা বারান্দায়। সবে চায়ে বিস্কুট ডুবিয়েছি এমন সময় পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো। মনে হলো অদৃশ্য একটা হাত ছুঁয়ে দিলে আমার কাঁধ। হ্যাঁ ইদানিং এমনই ঘটছে আমার সাথে। সর্বোক্ষণ মনে হচ্ছে কেউ একজন আমার সাথে সাথে চলছে, আমি বসলেও সেও বসছে পাশে। কখনো কাঁধে হাত রাখছে। কেনো এমন মনে হচ্ছে এর যথার্থ কারণ এখনো অগোচরেই রয়েছে?

 

এই ব্যাপারটা লক্ষ্য করছি গত রবিবার থেকে। শনিবার রাত দুইটায় যখন ঘুম ভেঙে গেলো তখন দেখলাম বেলকনির দরজা খোলা রয়েছে। রাতে বই পড়ছিলাম তারপর কখন ঘুমে গেছি টের পাইনি। বেলকনির দরজা লাগাতে গিয়ে চোখে পড়লো আজ শুকোতে দেওয়া জামা কাপড় তোলা হয়নি। কাপড় গুলো তুলতে বেলকনিতে গেলাম। ঠিক তখনই অন্ধকারে চোখ পড়তেই অদ্ভুত এক অনুভূতি অনুভব করলাম! তাড়াহুড়ো করে রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। সে রাতে আর ঘুম এলো না। অন্ধকার ঘর তবুও চেয়ে রইলাম ছাদের দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো ঘরে কেউ একটা আছে। অদৃশ্য অস্পৃষ্ট তবুও যেনো অন্ধকারে দেখতে পাচ্ছি কারো কায়া। যেনো অন্ধকারে জলজল করছে কারো লোলুপ দৃষ্টি, বিভৎস দাঁত, লকলকে জিভ।

 

৬৭৯জন ৫৬৩জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ