
পথে পথে ঘুরে স্বপ্ন কুড়াই
মুঠো মুঠো হাত ভরে,
কিছু স্বপ্ন থেকে যায়
কিছুটা যায় ঝরে।
কিছু স্বপ্ন দিয়ে মালা গাঁথি
কখনো মালাখানি যায় ছিঁড়ে।
ঝরে যাওয়া স্বপ্নগুলো
কখন যেন পথিকের পায়ে পায়ে যায় মিশে।
কিছুটা স্বপ্ন রেখে দেই —
ফ্রেমে বন্দি করে,
অযত্ন অবহেলায় ফ্রেমখানি
একসময় যায় মলীন হয়ে
আমার স্বপ্নগুলো ধুলায় চাপা পড়ে।
কিছুটা স্বপ্ন ছিল অগোচরে
মনের মনি কোটায়,
তাই নিয়ে নাড়া – চাড়া করে
দিন বেশ কেটে যায়।
তৃপ্ত মন মানেনা বারণ
চোখে আঁকে নতুন স্বপ্ন,
ছুটে চলে আবার রঙিন ঘোড়ায় চড়ে
স্বপ্নের খোঁজে ফিরি পথে পথে।
পথিকের পায়ে মিশে যাওয়া স্বপ্ন
পারিনা দু হাতে তুলে নিতে,
স্বপ্নের সাথে মিশে আছে
ধুলো, কাঁদামাটি আর বিষ্টে।
ছিড়ে যাওয়া স্বপ্নের মালা
যায় না নতুন করে গাঁথা,
স্বপ্নের পাপড়িগুলো হয়েছে ফানা ফানা।
ধুলোর আবরণ সরিয়ে
দেখি ফ্রেমখানি,
বিবর্ণ স্বপ্নগুলো আমায় দেখে
যেন হাসে অট্টহাসি।
ছবি- নেট থেকে সংগৃহীত
১১টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
স্বপ্ন আশা নিয়েই জীবনের খেলা
তাতে কখনো বা বসে সুখের মেলা
কখনো বা গড়ে দুখের ভেলা।
সুন্দর অনুভবে অনন্য সৃজন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
দারুন চয়ন। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো
খাদিজাতুল কুবরা
স্বপ্ন যেমন আগামী দিন বাঁচার হাতছানি দেয় তেমনি বিফল স্বপ্ন যন্ত্রণার ডালি খুলে চোখের ঘুম ও কেড়ে নেয়,
আদেশ উপদেশ ন্যায় নীতি ছাপিয়ে দিনশেষে মানুষ ভালোলাগা ভালোবাসা খোঁজে।
ভালো লিখেছেন আপু
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো। খুব সুন্দর মন্তব্য। ভালো থেকো।
দীপার ডায়েরি
কিছু স্বপ্ন বেঁচে থাকার উপকরণ
আবার কিছু স্বপ্ন যা দুঃস্বপ্ন নামেই পরিচিত
যা দগ্ধে দগ্ধে মারে অবিরত…
ভালো লিখেছেন
হালিমা আক্তার
স্বপ্ন দুঃস্বপ্ন সব নিয়েই জীবনের মেরুকরণ। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির ছোঁয়া কবি আপু
হালিমা আক্তার
অশেষ ধন্যবাদ ও শুভকামনা অবিরাম।
ছাইরাছ হেলাল
হাসা-হাসি কিন্তু মন্দ না, তা অট্টের হাসি হলে যদিও একটু মানিয়ে নিতে কষ্ট!
তবুও হাসি-তো!
হালিমা আক্তার
তবুও তো হাঁসি, হোক না অট্টহাসি। খুব সুন্দর বলেছেন। শুভ কামনা রইলো।
হালিমা আক্তার
তবুও তো হাঁসি, হোক না অট্টহাসি। খুব সুন্দর বলেছেন। শুভ কামনা রইলো।