
বিদীর্ণ বিহঙ্গ, ক্ষুধার্ত শৃগাল
নিঃসংগ ভালে ত্রিমাত্রিক নকশা
লোলপ দৃষ্টি বদনের পরতে পরতে
রিক্ত হিয়া সিক্ত করে রক্তিম স্রাব।
বাহুর বেষ্টনে লেপ্টে থাকে নগ্ন হাহাকার
হিংস্রতার মাঝে প্রেম লীলা।
কাব্যিক কামুক কবি চিত্তে চেতন
ললনার লাস্যময়ী নয়ন।
গ্রেনেট, বেওনেটে ক্ষতবিক্ষত তন্বী গাত্র
কালের সাকি টেলে দেয় মদিরা।
গন্ধে মৌ মৌ আভায় উম্মত্ত অভিসার
স্বপ্নীল বর্ণালী ঘোরে গৃহকোনে নীলাভ শাড়ির পার।
কামনার অন্তিমে ডুবে থাকে
দুটি জ্বালাময় আগ্নেয়গিরি।
আধাঁর কুহেলিকা আপসারিত
ক্লান্তি তপ্ত ঘর্মাক্ত দেহ যুগলে।
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বিদীর্ণ, সিক্ত, লীলা, আগ্নেয়গিরি, আঁধার, কুহেলিকা এগুলো দেখবেন ভাইয়া। কবিতা অনেক ভালো হয়েছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
আতা স্বপন
ধন্যবাদ!! যাক আপনার মত একজন টিচার পাওয়াগেল বলে রক্ষে। এভাবেই সাথে থাকুন। শুভকামনা!!
সুপর্ণা ফাল্গুনী
না ভাইয়া টিচার নই , যতটুকু জানি সেটাই বললাম। আমার ও অনেক সীমাবদ্ধতা আছে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা
আতা স্বপন
আমার সীমবন্ধতা একটু নিয়মছাড়া। আপনাদের পাসে পেয়ে সেটা দুর করার একটা পথ পেলাম। ধন্যবাদ।
তৌহিদ
যতই যাই হোক দিনশেষে প্রেমিকার বুকে মাথা গোঁজানের মত শান্তি আর কিছুতেই নাই। ভালো থাকুন ভাই।
আতা স্বপন
ঠিক কথা! ধন্যবাদ!!
জিসান শা ইকরাম
ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
আতা স্বপন
ধন্যবাদ!!!
সুপায়ন বড়ুয়া
“কামনার অন্তিমে ডুবে থাকে
দুটি জ্বালাময় অগ্নেয়গিরি।
আধার কোহেলিকা আপসারিত
ক্লান্তি তপ্ত ঘর্মাক্ত দেহ যুগলে।”
রোমান্টিক বাক্যগুলো এতো কঠিন শব্দযুগলে
করলেন বন্দী। ভাল লাগলো।
শুভ কামনা।
আতা স্বপন
ধন্যবাদ!! আপনাদের জন্যই আমার এ চেষ্টা। শুভকামনা
পার্থ সারথি পোদ্দার
ভালো লাগল,ভাই।শুভ কামনা রইল।
আতা স্বপন
ধন্যবাদ!!!!!
কামাল উদ্দিন
এমন কবিতা আমার কাছে বেশ কঠিন লাগে, যেন বুঝতে গিয়েও পুরোটা বুঝতে পারি না।
আতা স্বপন
আমার কাছেও । কিন্তু লিখতে কঠিন লাগে না।
কামাল উদ্দিন
বলেন কি ভাই, তাহলে আমি কবিতা লিখতে পারি না ক্যান।!?
আতা স্বপন
কবিতার জন্য দরকার ভাব। ভাব হইল ইঞ্জিন। একবার চালু হইলে এমনিতেই মন দৌড়াইব। আর কবিতার রাজ্য পারি দিব। ধন্যবাদ