ম্যারাডোনাকে অপছন্দ করা যায়, হয়তো ঘৃণাও করা যায়, তবে মুকুটহীন করা যায় না…
কিংবদন্তির বিদায়ে ফুটবল বিশ্ব নিরব।অদৃশ‍্য বিষের যন্ত্রণায় ধুকছে ফুটবল ভক্তরা…!
কিংবদন্তির মৃত্যু নেই…!😭

“ফুটবল খেলা” এই শব্দটা যারা বলতে পারে, তারা ম্যারাডোনার নাম জানতেন। ফুটবল আর ম্যারাডোনা নাম দুটি ভুলার নয়।
ফুটবল যতদিন থাকবে ম্যারাডোনার নামটিও ততদিন থাকবে!

আফসোস সে মুসলমান ছিলো নাহ…. মুসলমান হলে আল্লাহর কাছে তার জন্য দোয়া চাইতাম,,,আত্মার মাগফেরাত কামনা করতাম। তবে তিনি ফুটবল বিশ্বের লিজেন্ড ছিলেন।

পুরো পৃথিবীতে কোটি কোটি আর্জেন্টাইন সমর্থক সৃষ্টির কারিগর।বেঁচে  থাকবেন হাজার হাজার আলবিস্তাদের হৃদয়ে।

বিদায় হে লিজেন্ড, ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবে তুমি চিরকাল..😥

৯০৩জন ৬৫১জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

    ফেইসবুকে সোনেলা ব্লগ