এক ঝিলিক জীবনে
আশার কূলহীন সাগর সাতরিয়ে
কেউ খুজে পায় মুক্ত মণি কেউ বা হারায়
তাতে,
জীবনের কিছুই যায়-আসে না,
সে চলছে,চলবে!
তারই নিয়মে।
ভাঙ্গা গড়া জীবনে,আশা
বিয়োগের শত্রু বনে যায়
মনের জোরে এগিয়ে যায়,জীবনের
দিন-রাত্রী,
হারায়ে হারায়ে জীবন,
আরো সুন্দর হয়
সাহস তার সহকারী হয়।
কত স্মৃতি কত কথা
ছোট বড় সুখ-দুঃখ ঘটা,
এক লাটাইয়ের সূতোয় বাধা
দিচ্ছে ছেড়ে বিশাল নীলাকাশে
উড়ছে ঘুড়ি মনের ছন্দে,
যখন ইচ্ছে তখন,ছন্দের
করেন যে মরন,
সবিই সে আছেন অবগত
কর,
তার পদতলে মাথা নত।
“আমার শিক্ষাগুরু স্বর্গগত শ্রদ্ধেয় ইংরেজী শিক্ষক হাসান স্যার স্বরণে”
১৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
স্যার জন্য অসংখ্য শুক্রিয়া।
বেহেস্তে তাঁর জায়গা হক এই কামনায়।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ মজিবর ভাই স্যার ছিলেন অত্যান্ত সহজ সরল সারাটা জীবন সে পৃথিবীকে পাশ কেটে চলতে চেয়েছেন। -{@
মোঃ মজিবর রহমান
আসলে প্রিথীবিকে পাশ কাটিয়ে চলা যায় না, আমরা চেস্টা করি।
আবার পৃথিবীর কোন কিছুই আমাদের না।
স্যার ভাল থাকুক অপারেতে এই কামনা।
ভোরের শিশির
শ্রদ্ধা এবং ভালবাসা সকল শিক্ষকের জন্য।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ ভাইয়া -{@
ভোরের শিশির
😀
অনিকেত নন্দিনী
আমরা ঘুড়ি হয়ে যতোই উড়ি না কেনো, যতো দূরেই যাই না কেনো, নাটাইয়ের টানে ঠিকই ফিরে আসতে হয়; এক অজানা থেকে এসে আরেক অজানায় চলে যেতে হয়। 🙁
ভালোলাগা আর ভালোবাসার মানুষগুলি যেখানেই থাকুক না কেনো ভালো থাকুক।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সহমত ধন্যবাদ আপনাকে -{@
আবু খায়ের আনিছ
জীবনে অনেক মানুষের সাথেই পরিচয় হয়, অনেক মানুষের কথা আমরা ভুলেও যাই কিন্তু কোন ছাত্র বলতে পারে না সে তার শিক্ষককে ভুলে গেছে। বিনম্র শ্রদ্ধা শিক্ষকদের প্রতি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সহমত ভাল থাকবেন -{@
জিসান শা ইকরাম
হাসান স্যারকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি
আল্লাহ ওনাকে বেহেশত নসীব করুক– আমীন।
”কত স্মৃতি কত কথা
ছোট বড় সুখ-দুঃখ ঘটা,
এক লাটাইয়ের সূতোয় বাধা ” — অত্যন্ত ভালো লিখেছেন মনির ভাই।
শুভ কামনা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
প্রথম শিক্ষাগুরুকে কেউ ভুলতে পারেন না।ধন্যবাদ ভাইয়া -{@
অরুনি মায়া
স্যারকে আমার অন্তরের অন্ত্যস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি | আল্লাহ্ উনাকে শান্তি নসিব করুন |
শুন্য শুন্যালয়
হারায়ে হারায়ে জীবন,
আরো সুন্দর হয়
সাহস তার সহকারী হয়। ভালো লিখেছেন মনির ভাই। আপনার স্যারের জন্য অনেক শ্রদ্ধা আর প্রার্থনা রইলো।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু -{@
ব্লগার সজীব
অনেক দিন পরে খুব ভালো একটি পোষ্ট দিলেন। স্যারের জন্য প্রার্থনা করছি, আল্লাহ্ ওনার আত্মাকে শান্তি দিক।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ -{@