তোমার শহরে আজ ধুলো ময়লায় ঠাসা
অবর্ণনীয় ব্যস্ততা আর ট্রাফিক জ্যাম,
মানবতার যেখানে অবক্ষয় বিখণ্ডায়ন
সেখানে ভালোবাসা কল্পনা মাত্র।
তবুও অন্তরে থাকে কিছু খোঁজ
আর সেই খোঁজের উত্তর পেতে
তোমার শহরে বারবার আসা,
জানিনা আদৌও মিলবে কিনা
অদম্য সেই খোঁজের দিশা—–।
তোমার শহরে চলে দেহ বিকিকিনির পসরা
অন্তরালে আবার কারো হৃদয়ে হয় রক্তক্ষরণ,
দগ্ধ হয় নরপিশাচের নির্মম স্ফুলিঙ্গের আঘাতে
লালসার শিকার হয় প্রতিনিয়ত—–।
কি বিচিত্র তোমার এই শহর
এখানে চলে ভালোবাসার চাঁদাবাজি
লুট হয় বেচেঁ থাকার অধিকার,
নগ্নতা মুখর তোমার এই শহর
ভেসে গেছে বেহায়াপনার সাগরে।
২২টি মন্তব্য
সুরাইয়া পারভীন
দারুণ দারুণ লিখেছেন বুবু
সোনেলা পরিবারের আপনাকে সু-স্বাগতম
শায়লা খান
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো বুবু।
সাবিনা ইয়াসমিন
একটা শহরের পুর্নাঙ্গ রুপ পেলাম কবিতায়। চমৎকার লিখেছেন।
স্বাগতম আপনাকে সোনেলা পরিবারে।
নিয়মিত আসুন, লিখুন।এই ব্লগটা সবার।
শুভ কামনা 🌹🌹
শায়লা খান
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অশেষ
ইঞ্জা
প্রথমেই সোনেলার উঠোনে স্বাগতম জানাই, চমৎকার লিখাটি খুব ভালো লেগেছে।
ব্লগিং জগতে এলেন যখন তাহলে ব্লগ সম্পর্কিত নিচের লিংকের লেখাটি পড়ার অনুরোধ রইলো।
https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0/#comment-256896
শায়লা খান
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ফয়জুল মহী
অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী ।
শায়লা খান
অশেষ ধন্যবাদ জানাই ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
সোনেলায় স্বাগতম আপনাকে। একটি শহরের পূর্ণ রূপ তুলে ধরলেন সুন্দর ভাবে। লেখাটি চমৎকার হয়েছে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
শায়লা খান
অজস্র ভালোবাসা ও শুভেচ্ছা রইলো আপু।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সমাজের অসংগতি কবি মনকে ক্ষুব্ধ করেছে। এটার সুন্দর প্রকাশ পেয়েছে।
শায়লা খান
ধন্যবাদ অফুরান।
নিতাই বাবু
ময়লাতেও ভালোবাসা জন্ম হয়, শুনেছি! যেমন: “গোবরে পদ্মফুল।”
সম্মানিত লেখিকাকে শুভেচ্ছা স্বাগত!
শায়লা খান
ধন্যবাদ শতত প্রিয় কবি।
নিতাই বাবু
কবি হাওয়া কি মুখের কথা,
যদি না বুঝে বর্ণ ও শব্দের ব্যথা!
নিতাই বাবু
হবে “হওয়া”
আর হ্যাঁ, আপনি যেহেতু সোনেলা ব্লগে নতুন, তাই অনুরোধ থাকলো, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ইঞ্জা দাদার ব্লগ বিষয়ে লেখা পোস্টটা পড়ে দেখার জন্য। এখানে পড়ুন!
হালিম নজরুল
বিচিত্র এই শহর ভাল হয়ে যাক।
শায়লা খান
ধন্যবাদ ভাইয়া।
সুরাইয়া নার্গিস
প্রথমে স্বাগতম আপনাকে সোনেলার উঠুনে।
চমৎকার একটা কবিতা পড়লাম অনেক ভালো লাগলো আপু।
সোনেলার সাথে আপনার এই পথ চলা আরো সুদ্বীর্ঘ হোক এই কামনা রইল।
ভালো থাকুন।
শায়লা খান
আন্তরিক ধন্যবাদ আপু আপনাকে।
তৌহিদ
সোনেলায় স্বাগতম আপু। আপনার লেখার শব্দশৈলীতে মুগ্ধ হলাম। শুভকামনা সবসময়।
শায়লা খান
অশেষ কৃতজ্ঞতা ভাইয়া।