
তুমি আমি আমরা সবাই একি মায়ে সন্তান
গরীব কোন শব্দ হয়না জন্ম মৃত্যুর সম্মান
ভবিষ্যত,,
ছেলেটা আমার বেকার
ছেলেটা আমার রোগা,
খায়নি বহুদিন?
ছেলে বলে বাবা,ওখানে পেয়েছি যা
তাই নিলাম তুলে,
তাই দিলাম অন্ন থালে তুলে,
তুমি মনে করনা কিছু
সকাল টা চলে যাবে এভাবে!
ছেলে টা আমার বেকার
ছেলেটা আমার রোগা!
আমি বলি ভবিষ্যত
ছেলে বলে সম্পর্কে যে মহৎ,
বিশ্ব জুড়ে রয়েছে,মানব দানবের
খেলা ঘর?
ছেলে বলে,পোষাক নোংরা
গায়ে দূর্গন্ধ!
ভবিষ্যৎ তো এক রাতে অন্ধ!
আমরা তো গরীব
আত্নহার কান্না ক্ষুধার্ত শরীরের সাহস!
ছেলে আমার তেজী সাহসী
যা পায় তাই করে সঞ্চয়!
ছেলে আমার কাঁদে না
ক্ষুধার্ত শরীরে হাঁসিটাও ছাড়ে না,
বিশ্ব জুড়ে রয়েছে ছেলেটার মহৎ কাজ
ছেলে বলে আমি তো কারও ধারধারি না!
বাবা আমিও তো মানুষ
মানবতা কেনও আমার ধারে আসে না
আমি বলি ওরে পাগল
গরীবের কান্না কেউ শুনে না।
ছেলে আমার বেকার,
ছেলে আমার রোগা,কষ্ট ছাড়া কিছুই পেলনা।
সঞ্জয় মালাকার //
১৬টি মন্তব্য
মনির হোসেন মমি
চমৎকার আবেগী হয়ে পড়লাম।আমি প্রথম।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ. ভালোথাকুন সব সময়
শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
ভাল লেগেছে,
অন্যদের কবিতা পড়ুন অনেক।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অস
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ।
সময় পেলেই সোনেলা আসি,
চেষ্টা করি সকলের লেখা গুলি সব সময় বা মন্তব্য করি।
ছাইরাছ হেলাল
সন্তান সন্তান-ই।
সে যেথায় যেমন ই থাকুক।
কষ্ট কেটে যাবে তা আমরা চাই।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া, আপনিও ভালো থাকবেন সব সময় শুভ কামনা রইলো
আরজু মুক্তা
সব সন্তান ভালো থাক।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু
আপনিও ভালো থাকবেন সব সময় শুভ কামনা রইলো ।
তৌহিদ
ভালো লিখেছেন। বাবা মা তাদের জীবন উৎসর্গ কিরে সন্তানের সুখের আশায়। সব সন্তানেরা ভালো থাকুক।
শুভকামনা রইলো।
সঞ্জয় মালাকার
হুম, দোয়া কামনা রইলো ভাইয়া
অনেক অনেক শুভেচ্ছা।
তৌহিদ
ভালো থাকবেন সঞ্জয়।
সঞ্জয় মালাকার
আপনিও ভালো থাকবেন সব সময় শুভ কামনা🌹🌹
সঞ্জয় মালাকার
হুম, দোয়া রাখবেন সব সময়
ধন্যবাদ হেলাল ভাই।
সাবিনা ইয়াসমিন
সন্তান তার বাবা-মায়ের অবলম্বন। ধনী বা গরীব, বাবা মায়ের ভালোবাসা একই রকম হয়।
ভালো লিখেছেন দাদা। শুভ কামনা রইলো 🌹🌹
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ আপু.. শুভেচ্ছা রইলো। 🌹🌹