
সেদিন বাদলাবাদলের ছোঁয়া নেই,
কায়া নেই- তবুও মেঘ সাজল ঐ ধরনীর বলয় জুড়ে;
কত রিম ঝিমা ঝিম শব্দাওয়াজ-
ভেসে নিয়ে গেলো, বহুদূরের কোন অচেনা গাঁ!
যেনো গা ঝিমা ঝিম নীরবতার দীঘল সাজ।
হয় তো আজ থেকে গেছে রোদপুড়া দুপুর
কিংবা বৈকালের দুরন্তপনার সমস্ত মাঠ-
কয়ের বিলে সাঁতার পারা ঘাট। এমনকি
মাঠভিটার ক্রিকেট, ফুটবল খেলার রমরমা সাজ।
এখন দীঘশ্বাসের সাথে বাদলাবাদলের
দুরন্তপনার অফস হয়েছে; তবুও ওরা সুখে থাক-
কোন সন্ধ্যাপরের তারার সাথে কিংবা অমাবসার চাঁদ হয়ে
আর বাদল ঝরা -ঝরা অন্তদিনের উঠান পার-
শুধু আমার বাদলা মেঘ থাক।
২১ আষাঢ় ১৪২৬, ০৫ জুলাই ২০
————————————
১৫টি মন্তব্য
আরজু মুক্তা
বেশ, আপনার কথা শুনে আজ আকাশও মেঘলা।
বৃষ্টিতে সব দূর হোক।
শুভকামনা
আলমগীর সরকার লিটন
জ্বি মুক্তা আপু
কষ্ট করে কবিতা পড়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর হয়েছে কবিতা। নিয়মিত পাইনা কেন? ভালো থাকবেন সুস্থ থাকবেন
আলমগীর সরকার লিটন
নিয়ম হচ্ছি না কারণ অফিস ত তিন করি তাই
বাসায় নেট নেই
কষ্ট করে কবিতা পড়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লেখা— শুধু আমার বাদলা মেঘ থাক।
শুভ কামনা ।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি আলম দা
কষ্ট করে কবিতা পড়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
ফয়জুল মহী
অসামান্য ভাবনা
আলমগীর সরকার লিটন
জ্বি মহী দা
কষ্ট করে কবিতা পড়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
প্রদীপ চক্রবর্তী
দারুণ কাব্যকথন,দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি প্রদীপ দা
কষ্ট করে কবিতা পড়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন দাদা।
আপনার কবিতা পড়ে আমার বৃষ্টিতে ভেজার ইচ্ছে জাগে, মন মুগ্ধকর কবিতা দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি নার্গিস আপু
কষ্ট করে কবিতা পড়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
তৌহিদ
বাদল দিনের কাব্যকথা ভালো লেগেছে ভাই। শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি তৌহিদ দা
কষ্ট করে কবিতা পড়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
হালিম নজরুল
বৃষ্টি বাদলের কবিতা এমনিতেই ভাল লাগে। তদুপরি আপনি ভাল লিখেছেন।