বাতাসে আজও বুলেটের গন্ধ

মিথুন ৩০ ডিসেম্বর ২০১৪, মঙ্গলবার, ১১:০৭:১০অপরাহ্ন মুক্তিযুদ্ধ ২৪ মন্তব্য

ফিরে আসেনি তোমাতে আমাতে যে লুকোচুরি ছিলো একদিন। যে অপেক্ষা ছিলো দুপুরের, চোখ পালিয়ে সবার, তোমার চোখ বেঁধে দেয়া হাতে, বলতো আমি কে? ফিরে আসেনি সেই সে অপেক্ষা আর কোনদিন। ফেলে গেলে একদিন, যেদিন আমার হাতে ছিলো কলা পাতায় মুড়নো একটি বুলেট। সুমন, আমি গন্ধ পাচ্ছি বাতাসে, হারানোর গন্ধ। তুমি কেমন ভিরু হয়ে কিছুক্ষণ লেপ্টে থাকলে গায়ে। আমি যুদ্ধে যেতে চাইনা মিরু, যাবোনা আমি। দুজনই চুপচাপ ফিরে এসেছি, পেছন ফিরে দেখেছি কি দেখিনি আজ তো মনে পরেনা।
সুমন কে আর দেখা হয়নি। পারেনি সে, যা কেউ পারেনি। তাজা বারুদের গন্ধ সেঁটে গায়ে কেউ পায়নি বাতাসে ধুপের গন্ধ।
আমি মিরু, আজো বাঁচিয়ে রেখেছি সুমন কে। যে যা হারিয়েছে সেদিন পাথরের স্মৃতিসৌধে খোঁজেনা তারা ফেলে যাওয়া কান্না। রক্ত আর কান্নায় মিশে যাওয়া বুকে সুমনরা হারিয়ে যাবে কেমন করে? প্রতিরাত কেঁটেছে যে সম্ভ্রমহীনতার আতংকে, বুলেট আতংকে, তোমাকে ফিরে পাবার আকাংখা সেখানে নিতান্তই তুচ্ছ ছিলো। শুধু তারপর–আজও  নিশ্চিন্ত ঘুমে  সেই ঘুম পাড়িয়ে দেয়া তুমি আছো ঘুমপাড়ানি সৌধ হয়ে।

৬১০জন ৬১০জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ