এ বছরের বিজয় দিবসে বাজারে আসছে বাংলাদেশের তৈরী গাড়ি। খবরটা আনন্দের না খুব? 🙂 দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি পরিবার এই আনন্দের বার্তা বয়ে এনেছেন। চলতি বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসেই এই কারখানায় উৎপাদিত সেডান কার বাজারজাত করার উদ্যোগ নিয়েছে তারা।
বছরে এক হাজার দুইশত ১৬০০ সিসির গাড়ি উৎপাদন কারখানা স্থাপনে পিএইচপিকে কারিগরি সহায়তা দেবে বিশ্ববিখ্যাত মালয়েশিয়ান ‘প্রোটন অটোমোবাইল’। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়া এলাকায় ৩০ একর জমির ওপর স্থাপিত হচ্ছে এই কারখানা।
দেশে বিক্রীত ১৫০০ সিসির টয়োটা করোলা রিকন্ডিশন্ড গাড়ির দামেই প্রোটন গাড়ি পাওয়া যাবে। জ্বালানি খরচও পড়বে তুলনামূলক কম। ২৫ হাজার কিলোমিটারের মধ্যে কোনো গাড়িতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে ২৪ ঘণ্টার মধ্যেই সেই কার মেরামতের ব্যবস্থা করা হবে দেব বিনা খরচে।
বাংলাদেশে নির্মিত প্রোটন সেডান কারের নামকরণ হবে ‘প্রোটন পিএইচপি‘।
উল্লেখ্য যে প্রোটনের চেয়ারম্যান হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। ১৯৮৫ সালে প্রোটন সাগা দিয়ে সেডান কারের যাত্রা শুরু হয়েছিল মালয়েশিয়ায়। সেই বছর চার কোটি মানুষের দেশ মালয়েশিয়ায় এ ব্র্যান্ডের গাড়ি বিক্রি হয়েছিল ১৩ হাজার। পরের বছর বেড়ে দাঁড়ায় ৮৩ হাজার। বর্তমানে চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও জার্মানিতে প্রোটন গাড়ি রপ্তানি হচ্ছে।
১৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
খুশির খবর।
আশা জাগানিয়া বাণী।
আশা জাগানিয়া
হতাশার মাঝেই আশাকে খুঁজতে হবে আমাদের।
মেহেরী তাজ
খুব খুশির খবর…..
এবার একটা গাড়ি কেনার স্বপ্ন দেখা যেতেই পারে……..
আশা জাগানিয়া
আমাদের দেশে তৈরী কার,শুনতেই তো ভালো লাগছে আপু 🙂 স্বপ্ন পুরন হোক আপনার।
অলিভার
আনন্দের সংবাদ।
কিন্তু গাড়ি আমদানি করার পর যেই ট্যাক্স বসানো হয় সেটার পরিমাণ কি এই গাড়ির ক্ষেত্রে কমবে?
তেমনটা যদি না হয় তাহলে আমার মনে হয় না এই নতুন শিল্পের ভবিষ্যৎ খুব বেশি উজ্জ্বল হবে। একটা সময় বাকি অনেক শিল্পের মতই মুখ থুবড়ে পড়ে থাকবে।
আশা জাগানিয়া
গাড়ি আমদানীর ক্ষেত্রে যে ট্যাক্স তা এর উপর প্রযোজ্য কেন হবে?নতুন গাড়ির উপর যে ট্যাক্স তা এই গাড়িতে হলে দাম হতো অনেক বেশী।এটি পাওয়া যাবে রিকন্ডিশন গাড়ির মুল্যেই। ১২ থেকে ১৫ লাখ এর মধ্যে দাম হবে এ গাড়ির।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সত্যিই খুশির খবর আমরা একটু একটু করে এগিয়ে যাবোই।
আশা জাগানিয়া
ধীরে ধীরে আগাচ্ছি আমরা।
খেয়ালী মেয়ে
ভালো খবর–
ছবি দেখে গাড়ি পছন্দ হইছে….কবে যে গাড়ি গিফট হিসেবে পাবো কারো কাছ থেকে :p
আশা জাগানিয়া
গিফট হিসেবে পেয়ে যাবেন ইনশ আল্লাহ্ আপু 🙂
শুন্য শুন্যালয়
আমাদের দেশের তৈরি গাড়ি!! শুনেই তো খুশি লাগছে। অবশ্যই গুণগত দিক দিয়ে এগিয়ে যাবে, শা শা করে আমাদের দেশের গাড়ি আমাদের পথে চলবে এই আশা ব্যক্ত করছি। নামের স্বার্থকতা দেখা যাচ্ছে, চালু থাকুক আশার বাণী।
আশা জাগানিয়া
শা শা করে চলবে এই গাড়ি ইনশ আলাহ।
জিসান শা ইকরাম
ভালো খবর
একটা কিনেও ফেলতে পারি।
২৫ হাজার মেইল ফ্রি সার্ভিস……… আমার প্রায় ৬ মাসের ব্যবহার 🙂
আশা জাগানিয়া
আশায় থাকলা,আপনি দেশী গাড়ি ড্রাইভ করছেন এর ফটো দেখার 🙂
কৃন্তনিকা
আসলেই বেশ দারুণ খবর…
আমার যে অবস্থা এমন দারুণ গাড়ি তো দূরের কথা সস্তা গাড়িও কেনা হবে কিনা জানি না 🙁
আশা জাগানিয়া
আপনি হবু ডাক্তার।সরকারী বেতন+প্রাইভেট প্রাকটিস=মাসে অনেক টাকা আয়।কিনতে পারবেন আবু।ব্যংক লোন নিয়ে ইন্সটলমেন্টে কিনবেন 🙂