বাংলাদেশ হতে মোবাইল রপ্তানী হবে জাপানে।
ভাবা যায় এটি?কেমন অবাস্তব লাগছে না খবরটি? অবিশ্বাস্য হলেও এটি সত্যি যে বাংলাদেশ হতে মোবাইল রপ্তানী হবে জাপানে।এরই মধ্যে রফতানি চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, প্রস্তুতিও চূড়ান্ত। সেপ্টেম্বরের মধ্যে OK ব্রান্ডের মোবাইল সেট রফতানি শুরু হবে জাপানে। প্রথমদিকে যাবে মোবাইলের যন্ত্রাংশ। এরমধ্যে রয়েছে ব্লু-টুথ ওয়্যারলেস হেডসেট, ব্ল-টুথ হেডফোন, কার চার্জার, ইউএসবি ক্যাবল, ব্যাটারিসহ অনেক কিছু। পরবর্তী সময়ে আফ্রিকা, ব্রাজিল, মেক্সিকোসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে এই মোবাইল সেট গুলো রফতানীর পরিকল্পনা রয়েছে।
এই রফতানীর মুল কারণ হচ্ছে কম মুল্য। Ok মোবাইল লিমিটেডে চীনের প্রকৌশলী এনে আমাদের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলেছে। এই যোগ্য কর্মীরাই এখন মোবাইল সেট তৈরী করছে। ফলে মোবাইল সেট তৈরীর খরচও কম পড়ছে।
গত বছরের জুলাই মাসে মোবাইল প্রেমীদের হাতে কমদামে ভালো ফোন বিশেষ করে স্মার্টফোন তুলে দেওয়ার প্রত্যয় নিয়ে বাজারে আসে প্রথমবারের মতো বাংলাদেশে তৈরী মোবাইল ফোন সেট ‘ওকে মোবাইল।’ উদ্বোধনের দিন একসঙ্গে ৫টি মডেলের মোবাইল সেট বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ৩টি ছিল স্মার্টফোন ও ২টি ছিল ফিচার ফোন।
রমজান মাসে নতুন ১০টি নতুন মডেলের ‘ওকে’ মোবাইল সেট বাজারে আসছে। ঈদকে সামনে রেখে ১৫ জুন বাজারে ছাড়া হয়েছে ২ হাজার ২৫০ টাকা (ডিলার মূল্য) দামের একটি সেট। ছাড়া হবে কমদামের মধ্যে স্মার্টফোনও।
নারীদের জন্য সুখবরঃ
দেড় বছরের মধ্যে ওকে মোবাইল সেট বিক্রি করতে সারাদেশে ১ হাজার ৫০০ আউটলেট তৈরি করা হবে। ওই আউটলেট গুলো পরিচালনা করবেন নারী উদ্যোক্তারা।একটি আউটলেটের সবাই থাকবেন নারী কেবল নিরাপত্তা রক্ষী থাকবেন পুরুষ।
ওকে মোবাইলের মুল্য সম্পর্কে জানুন এখানে ক্লিক করে
খবরের সূত্রঃ
গুড লাক বাংলাদেশ: হৃদয়ে আমার বাংলাদেশ গানটি একবার শুনুন।ভাল লাগবে
-{@
(3
১৮টি মন্তব্য
লীলাবতী
বানলাদেশ থেকে জাপান যাচ্ছে মোবাইল? এটি তো অবিশ্বাস্য একটি খবর।স্বল্প মূল্যই এর কারন। এই স্বল্প মূল্যের কারনেই আমরা বিশ্ব বাজার দখল করবো একদিন।ধন্যবাদ এমন আশা জাগানিয়া একটি খবর শেয়ারের জন্য।
আশা জাগানিয়া
অবিশ্বাস্য হলেও এটিই বাস্তবতা।আমরা পারছি,আমরা ধীরে ধীরে সামনে যাচ্ছি।সঠিক একটি নেতৃত্ব দরকার আমাদের যিনি আমাদের স্থিতিশীলতা দিতে পারবেন।
খেয়ালী মেয়ে
অবিশ্বাস্য হলেও সত্যি জেনে আনন্দ লাগছে যে, আমরাও একদিন বিশ্ব বাজার দখল করবো….
অনেক ধন্যবাদ এমন আনন্দের খবরগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য…
আশা জাগানিয়া
সবাইকে আশার কথা জানাতে পারছি দেখে আমার ভাল লাগছে খুব।
ছাইরাছ হেলাল
এমন খবর দেখলে ভালই লাগে।
আশা জাগানিয়া
আমি যখন প্রথম দেখলাম,আমারো ভাল লেগেছে।
মেহেরী তাজ
সকাল সকাল এতো ভালো একটা খবর দেখে মন ভালো হয়ে গেলো…..
আশা জাগানিয়া
প্রায়ই এমন খবর দেবো আপু 🙂
অনিকেত নন্দিনী
মন ভালো করে দেয়ার মত খবর! আশা করছি এ ধারা অব্যাহত থাকলে আমরা সদর্পে এগিয়ে যাবো, তৃতীয় বিশ্বের দেশ বলে সবাই অবজ্ঞাভরে আর তাকাবে না। বিশ্ববাজারে আমাদের অবস্থান আরো মজবুত হবে।
অনেক অনেক শুভকামনা রইলো।
আশা জাগানিয়া
হ্যা আপু, একদিন আমরা মাথা তুলে দাড়াবোই।
জিসান শা ইকরাম
এমন খুশীর খবর অব্যাহত থাকুক।
জাপান আমাদের দেশ থেকে ইলেক্ট্রনিক্স ডিভাইস নিচ্ছে- এটি কল্পনার অতীত একটি খবর।
আশা জাগানিয়া
এমন খুশীর খবর দেখার সাথে সাথে সংগ্রহ করি সোনেলার জন্য।
শুন্য শুন্যালয়
খুব আনন্দের খবর এটি। ইলিক্ট্রনিক সর্বেসর্বা জাপান নিচ্ছে আমাদের মোবাইল, গ্রেট। কম মূল্যের এমন মোবাইল আমাদের দেশেও বিস্তার লাভ করুক।
শেয়ারের জন্য ধন্যবাদ আশা জাগানিয়া। খুটিনাটি এমন আশার কথাগুলো আমাদের চোখ এড়িয়ে যায়।
আশা জাগানিয়া
জাপান যাবে আমাদের দেশের ইলেক্ট্রনিক্স গন্য।ভাবতেই ভাল লাগে আপু।আমরা একদিন সঠিক স্থানে পৌছাবোই।
প্রজন্ম ৭১
দারুন এক আনন্দের সংবাদ।
আশা জাগানিয়া
দেশ নিয়ে আশাবাদী হতেই পারি আমরা।
ইমন
\|/
আশা জাগানিয়া
\|/