বলতে পারো ?

রিমি রুম্মান ২৯ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ০৬:২৪:৩১পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

সেই বিষণ্ণ বিভীষিকাময় রাতটি
অবশেষে কেমন করে ভোর হলো
কোনদিন খবর লওনি
আজ, এতোগুলো বছর বাদে
আসন্ন সন্ধ্যায় প্রকৃতির পট বদলের সময়টাতে
আচমকা যখন দেখা হয়ে গেলো ছাদে
বললে, আজো নাকি তুমি হওনি কারো
তবে আমার কেন হলেনা সেদিন, বলতে পারো ?

৫৭৮জন ৫৭৮জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ