
ভীষণ নাকি মুখ্য ব্যাপার
শুনেই তাড়াতাড়ি,
দেখার তরে দৌড় দিয়ে সব
চললো রাজার বাড়ি।
মরলো পথে দীনুর ছেলে
ব্যস্ত চলার ঘাতে,
ছুটলো তবু ঠ্যাং নিয়ে কেউ
আছড়ে পড়া হাতে।
পৌঁছে সেথা দেখলো কি ভাই
বলতে আছে মানা!
বেশ সয়ে ক্লেশ রাণীর বিড়াল
পাড়ছে বলে ছানা।
২১ মার্চ, ২০২২ইং।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক ছড়া কবি দা ভাল থাকবেন
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ কান নিয়েছে চিলে, তাইতো সবাই ছুটছি শুনেই না বুঝেই দিই দোড়! সুন্দর উপস্থাপন ভাই।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম মজিরব ভাই!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ফয়জুল মহী
অসাধারণ উপস্থাপন
শুভেচ্ছা জানাই কবি
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ রইল প্রিয় কবি!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।