মাদক নিরাময় কেন্দ্র হলি কেয়ার। বিভিন্ন সময়ে নানামুখী প্রশ্নে আলোচিত এই কেন্দ্রটি। এখান থেকে বেশ কয়েক জন পালিয়ে যাওয়ার খবর মিলেছে। মঙ্গলবার সকালে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডস্থ ‘হলি কেয়ার’ মাদক নিরাময় কেন্দ্র থেকে রহস্যময় এ পলায়নের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির পরিচালক মোস্তাফিজুর রহমান সুমন’র দাবী ২০ জন পালিয়েছে। এরমধ্যে ৫জন বেলা সাড়ে ১১টার দিকে ফিরে এসেছেন।
সূত্রের ভাষ্য, পালিয়ে যাওয়াকালে তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করলে কর্তব্যরত ৫কর্মচারিকে মারধর করা হয়। এদের মধ্যে সবুজ হাওলাদার (৩০) নামে এক কর্মচারি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় এ ঘটনায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
প্রসঙ্গত : হলি কেয়ার নামক মাদক নিরাময় কেন্দ্রে সময়ে সময়ে নানা ঘটন অঘটনের বিষয়টি জোরেশোরে উচ্চারিত হয়। আর এ কারণেই এবারেও প্রশ্ন উঠেছে রহস্যময় পলায়ন।

৬১৮জন ৬১৮জন
0 Shares

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ