বন্ধু তুই কেমন আছিস
পরপারে,
আমায় তুই দেখা দিস সেখানে
হাসবো খেলবো দুজনে
বন্ধুত্তের হাত বাড়াবো
খোলা মনে,
বন্ধু তুই কেমন
পরপারে,
আমায় তুই দেখা দিস পরপারে।
বন্ধু তুই কেমন আছিস
পরপারে,
ছোট বেলার কত সৃতি মনে পড়ে
এমনি ঝড়ো বর্ষার দিনে,
তোর কি মনে পড়ে!
সেই আম তলায় ঝড়ে লুটোপুটি খাওয়া
এক নজর প্রিয়া দেখার অদম্য ইচ্ছায়।
বন্ধু তুই কেমন আছিস
পরপারে,
মনে শুধু মনে পড়ে
স্কুল পালানো সেই সব কাহিনী
সাভার স্মৃতিসৌধ দেখার সাধ
সে দিন ছিলো কপালে দূর্গোতি নির্ঘাত।
বন্ধু তুই কেমন আছিস
পরপারে,
জীবনকে কেনো করলি এতোটা অবহেলা
স্বপ্লায়ুতে অক্কা পেলি
জগৎ-সংসার সবই ছাড়লি।
বন্ধু তুই কেমন আছিস
পরপারে,
আজো বৃদ্ধ মায়ের স্নেহের চোখ খোজে বেড়ায়
জীবিত তোর বন্ধুদের আনাগোনার মাঝে
হায়!সবাইতো আছে দেখছি দিব্যি
শুধু নেই তুই,
তোর বিহনে দু’নয়ন স্নেহের জলে ভাসে।
বন্ধু তুই কেমন আছিস
পরপারে,
সমরটা তেমনি আছে যেমনটি দেখেচিস
মোহরটা বোমা ফাটিয়ে প্রেমিকাকে সাথে করে
করছে দিব্যি ঘর-সংসার,
খোকটার সংসার হলো যে ছাড়খার
শুণ্য ঘর কাদে,
কালাম,রফিক,মিনা,শিরিনা আরো যারা আছে
হয় দেখা মাঝে মাঝে,
শুধু হয় কূশল বিনিময়
আড্ডার সেই সময় আজ নেই তাদের।
২২টি মন্তব্য
লীলাবতী
শিরোনাম পড়েই বুকটা কেমন হুহু করে উঠলো।পরপারে নিশ্চয়ই বন্ধু ভালো আছে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
যতই ভয় পাই সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে।ধন্যবাদ আপু -{@
জিসান শা ইকরাম
মন খারাপ হয়ে গেলো।
ভালো থাকুন সবাই পরপারে।
[ আচিস শব্দটা আছিস হবে ]
শুন্য শুন্যালয়
হারানো বন্ধুদের মনে করে লিখছেন ভাইয়া, এভাবেই তো সবাই বেঁচে থাকবে। সন্তানহারা মায়ের কস্ট, ফেলে আসা স্মৃতি মমতা দিয়ে ফুটিয়েছেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যববাদ আপু -{@ -{@
মেহেরী তাজ
মনবখারাপের লেখা ভাইয়া। মন খারাপ হয়ে গেলো।
দোয়া করি বন্ধু আপনার ভালো থাক পরপারে।
নীলাঞ্জনা নীলা
চলে যেতে হয়, কিন্তু কেনো এতো তাড়া চলে যাবার?
ভালো থাকুক ওপারে বন্ধুরা। ভালো থাকুক।
অরণ্য
“আজো বৃদ্ধ মায়ের স্নেহের চোখ খোজে বেড়ায়
জীবিত তোর বন্ধুদের আনাগোনার মাঝে
হায়!সবাইতো আছে দেখছি দিব্যি
শুধু নেই তুই,
তোর বিহনে দু’নয়ন স্নেহের জলে ভাসে।”
– বেশি টাচি। (y)
পরপারে বন্ধু ভাল থাকুক
এপারে বন্ধুর বন্ধু। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বিশেষ ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য -{@
ব্লগার সজীব
ভালো লিখেছেন পরপারের বন্ধুদের নিয়ে।
ছাইরাছ হেলাল
হারানোদের কথা ভাবলে হারিয়ে যাওয়ার ভয় জেগে ওঠে।
স্মৃতিকাতরতা ভেসে রয়।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সেইতো ভয়।ধন্যবাদ -{@
ইমন
আমি পড়লাম …. পড়তেই থাকলাম…
বুকের মদ্যে গেথে গেলো “বন্ধু তুই কেমন আছিস
পরপারে …….. “
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ ইমন ভাই -{@ বড় অকালে চলে গেছে সে।সর্বনাসী নেশা তাকে বাচতে দেয়নি।
সিকদার
ব্যাথাতুর কবিতা । বন্ধু বন্ধুই হোক সে এপার কিংবা অপার।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ঠিক তাই যেন হয়।।ধন্যবাদ।
মিথুন
খুব টাচি ভাইয়া। ভালো থাকুক সব পাড়ের বন্ধুরা………
আদিব আদ্নান
দুঃখের স্মৃতি স্মরণ করছেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ধন্যবাদ -{@ -{@
সীমান্ত উন্মাদ
প্রিয় বন্ধু হারানো যে কষ্টের সে কখনই কোন কবিতা, গল্প, কিংবা কোন লেখনীর ভাষাই প্রকাশ করা যায় না।
পরপারে চলে যাওয়া বন্ধুরা ভালো থাকুক। আর আপনার জন্য শুভকামনা নিরন্তর মনির ভাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ সীমান্ত…গত হওয়া সকল বন্ধুরা ভাল থাকুক। -{@
অনিকেত নন্দিনী
খুব কাছের কোনো বন্ধু বা বন্ধুস্থানীয় কাউকে হারালে তবেই বুঝা যায় আসলে কেমনটা লাগে। 🙁
আমারও কাছের কয়েকজন পরপারে চলে গেছে। আমারও খুব জানতে ইচ্ছে করে তারা কেমন আছে। 🙁