যদি কোনদিন তুমি আমায় ভুলে
সব পাতা ঝরে গেছে গাছে গাছে।
চাঁদ ভুলে গেছে জোছনা বিলাতে
সব ফুল শুকিয়ে গেছে নিষিক্ত হবার আগেই ।
যেতে চাইলে তুমি যেতে পারো
তবু আমি রয়ে যাবো তোমার অবসরে।
দেখো রয়ে যাবে সব স্মৃতি সব গান তোমার আমার।
দেখবে আমি রয়ে গেছি ঠিকঠাক
তুমি চা্ইলেও আর পারবেনা একলা হতে।
আমি আমারে দেব না তোমায় কিছুতেই ভুলিতে।
৭৩৬জন
৬২৪জন
২২টি মন্তব্য
সুরাইয়া পারভীন
তুমি চা্ইলেও আর পারবেনা একলা হতে।
পারবেনা আমায় ভুলতে!
আমি আমারে দেব না তোমায় কিছুতেই ভুলিতে।
ওয়াও দারুণ,,,,👏👏👏
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ রইলো আপু।
সুপায়ন বড়ুয়া
“তবু আমি রয়ে যাবো তোমার অবসরে।
দেখো রয়ে যাবে সব স্মৃতি সব গান তোমার আমার। “
ওয়াও! ভালোইতো হলো
শুভ কামনা।
ইসিয়াক
কৃতজ্ঞতা জানবেন দাদা।
জিসান শা ইকরাম
কঠিন প্রেম 🙂
ইসিয়াক
ভালো থাকুন সবসময় ভাইয়া । সঙ্গে থাকুন ।
সঞ্জয় মালাকার
তুমি চা্ইলেও আর পারবেনা একলা হতে।
পারবেনা আমায় ভুলতে!
আমি আমারে দেব না তোমায় কিছুতেই ভুলিতে।
চমৎকার লিখেছেন দাদা।
শুভ কামনা জানাবেন।
ইসিয়াক
শুভকামনা রইলো দাদা।
নিতাই বাবু
অসম্ভব প্রেমের এক কঠিন কবিতার আবির্ভাব ঘটালেন শ্রদ্ধেয় দাদা। আপনার লেখা কবিতা পড়ে সত্যি মুগ্ধ হলাম! শুভকামনা সবসময় থাকলো।
ইসিয়াক
আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা রইলো দাদা।
নুরহোসেন
চাঁদ ভুলে গেছে জোছনা বিলাতে
সব ফুল শুকিয়ে গেছে নিষিক্ত হবার আগেই ।
-আমরা ভাবতে থাকি কখন শুকনো বৃক্ষে ফুল ফুটবে কখন পাখি গাইবে আসুক আরেকটা বসন্ত পুর্নিমা।
ইসিয়াক
শুভকামনা রইলো ভাইয়া ।
তৌহিদ
চাইলেই কি আর একলা হওয়া যায়! এ এক কঠিন প্রেম!
ভালো থাকবেন ভাই।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
শুভকামনা।
অনন্য অর্ণব
আমি আমারে দেবনা আর তোমায় ভুলিতে… অসাধারণ অভিব্যক্তি
ইসিয়াক
ভালো থাকুন সব সময় ।
শুভকামনা।
ইকবাল কবীর
ভালো লিখেছেন। শুভ কামনা রইল।
ইসিয়াক
ধন্যবাদ ভাইয়া।
ফয়জুল মহী
মননশীল ভাবনা । ভালো থাকুন। আরো লিখুন।
ইসিয়াক
অনেক ধন্যবাদ ভাইয়া্ ।
সুপর্ণা ফাল্গুনী
কাজী নজরুলের ভাষায় বলতে হয় ‘আমি আমারে দেবো না ভুলিতে’। এমন প্রেম যুগে যুগে জন্মাক। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা ও শুভেচ্ছা রইল
ইসিয়াক
শুভকামনা ও শুভেচ্ছা রইলো দিদি ভাই।