বইমেলা- ২

অরুণিমা মন্ডল দাস ৫ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১১:০২:১৩অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

অচেনা মুখগুলোর চেনা সম্পর্কের সুড়ঙ্গ
পেরিয়ে আপনমনে কাঠুরিয়া কাঠ কাটছে/
চোখ মুখ শুকিয়ে বইতে মুখ গুঁজে
জ্ঞানপিপাসু হৃদয় পাতা উল্টাতে ক্লান্ত/
#
আশার মোম গলতে গলতে হাতের তালুতে এসে পড়তেই পোড়া হাত
চিৎকার করতে লাগল ¡
ছটফটে কামনার জালে আটকে
ফুচকাওয়ালার ফুচকাটিও আকাশের
দিকে তাকিয়ে সুকান্ত নজরুলকে
ব্যঙ্গের হাসি দিল¡
#
স্টলে স্টলে ভীড় বইয়ের আনাকোন্ডা চলাফেরা¡
কবিতার পাতিলেবুর খাঁটি রসের থেকে অরেঞ্জ ফ্রুটি র ভূতের আর ফ্যান্টাসির গল্প অনেক দামী¡
পঁ্যাচে পঁ্যাচে কবিতা প্যাকেট খুলে মুখে দিতে কষ্ট
সোজা রহমানির বিরিয়ানির টাটকা কল্পনা গেলো আর ঢেকুর তোলো
বিক্রেতা খুশী হয়ে পাবলিশার্স কে মিষ্টি
খাওয়ায় !
লেখকের হাতের বুড়ো আঙ্গুলটাও বড় হয়ে যায় লেখার জনপ্রিয়তার
গ্যাসবেলুনের চাপে!

৭৫৩জন ৭৫২জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ