ফ্ল্যাশ-ফিকশন

রায়হান আহমেদ ৩০ জানুয়ারি ২০১৬, শনিবার, ০১:১২:০৫পূর্বাহ্ন সাহিত্য ২ মন্তব্য

০১. রেলস্টেশন

রেলস্টেশনের শেষ ট্রেনটি এসে পৌঁছাবার ঠিক কিছুক্ষণ পরেই প্ল্যাটফর্মে তৈরি হওয়া জটলাটা ভেঙে গেল।

০২. অপ্রকৃতস্থ

মাঝরাতে সাধারণত লোকটার ঘুম ভাঙেনা, ঘুম ভেঙে তিনি যখন তার স্ত্রী কে দেখলেন তারপর তার আর কিছুই মনে নেই। তিনি এখন প্রায় অপ্রকৃতস্থ।

০৩. গোরস্থান

আঁট বছরের ছেলেটি গোরস্থান থেকে বেরিয়ে আসার পর, সবাই কিছুটা ভীত বোধ করতে লাগলো। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়।

তাং : ১৮.০১.১৬ ইং।

৮৩৫জন ৮৩৫জন

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ