ফোন কলের অপেক্ষা

সুরাইয়া পারভীন ২১ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ১০:৫৮:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

 

তোমার একটা ফোন কলের অপেক্ষায়-
কেটে গেলো আমার ধূসর বিষণ্ণ প্রহর।
তবুও মোবাইলের স্কিনে ভেসে উঠলো না-
তোমার নম্বর।
মানছি অনেক ব্যস্ত তুমি,
অথবা ব্যস্ততার যাঁতাকলে পড়ে পিষ্ট রীতিমতো।
হয়তো তাই তুমি খোঁজ নিতে পারোনি।

শুনেছি মানুষের ইচ্ছের অসাধ্য নাকি কিছুই নেই!
তবে তুমি কেনো পারলে না একটু সময় বের করতে?
হয়তো তোমার মনেই পড়েনি অথবা ভুলেই গিয়েছিলে আমাকে

অথচ শয্যাশায়ী মৃত্যু পথযাত্রী আমি
কেবল তোমাকেই খুঁজে চলেছি বন্ধ কেবিনের আনাচে কানাচে।

কি নিষ্ঠুর নির্মম তুমি! নির্দয় তোমার হৃদয়,
এতোটুকু হয়নি তোমার আমার জন্য সময়।

তোমার একটা ফোন কলের অপেক্ষায়-
কেটে গেলো আমার  ধূসর বিষণ্ন প্রহর।

তবুও ভালোলাগার কারণ হয়ে এলো না,
তোমার একটি ফোন কল।
অথচ আজন্ম তৃষ্ণার্ত চাতকিনীর ন্যায়-
মোবাইলের স্ক্রিনে চেয়ে থেকেছি শুধু
তোমার নাম দেখার প্রত্যাশায়।

 

২৫৩৯জন ২৪১২জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ