
তোমার একটা ফোন কলের অপেক্ষায়-
কেটে গেলো আমার ধূসর বিষণ্ণ প্রহর।
তবুও মোবাইলের স্কিনে ভেসে উঠলো না-
তোমার নম্বর।
মানছি অনেক ব্যস্ত তুমি,
অথবা ব্যস্ততার যাঁতাকলে পড়ে পিষ্ট রীতিমতো।
হয়তো তাই তুমি খোঁজ নিতে পারোনি।
শুনেছি মানুষের ইচ্ছের অসাধ্য নাকি কিছুই নেই!
তবে তুমি কেনো পারলে না একটু সময় বের করতে?
হয়তো তোমার মনেই পড়েনি অথবা ভুলেই গিয়েছিলে আমাকে
অথচ শয্যাশায়ী মৃত্যু পথযাত্রী আমি
কেবল তোমাকেই খুঁজে চলেছি বন্ধ কেবিনের আনাচে কানাচে।
কি নিষ্ঠুর নির্মম তুমি! নির্দয় তোমার হৃদয়,
এতোটুকু হয়নি তোমার আমার জন্য সময়।
তোমার একটা ফোন কলের অপেক্ষায়-
কেটে গেলো আমার ধূসর বিষণ্ন প্রহর।
তবুও ভালোলাগার কারণ হয়ে এলো না,
তোমার একটি ফোন কল।
অথচ আজন্ম তৃষ্ণার্ত চাতকিনীর ন্যায়-
মোবাইলের স্ক্রিনে চেয়ে থেকেছি শুধু
তোমার নাম দেখার প্রত্যাশায়।
২৫টি মন্তব্য
ফয়জুল মহী
ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকায় চিঠি লিখো। শুনতে শুনতে ঘুম যান সিস্টার।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
একটি ফোন কলে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি প্রাধান্য যেন পায়!
চমৎকার প্রকাশ দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
এ অপেক্ষার প্রহর শেষ হোক, মৃত্যু পথযাত্রীর মনের আশা পূরণ করে দিক ঈশ্বর তার মহিমায়। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
গতবছর মৃত্যুপথযাত্রী ছিলাম তাই এমন আশা ছিলো
এখন সুস্থ তাই এমন আশা নেই
কে ফোন দিচ্ছে না
কে খোঁজ নিচ্ছে না
এসবের ঊর্ব্ধে এখন আমি
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
প্রতিক্ষার সময় গুলো খুবই অদ্ভুত হয়। যার জন্যে অপেক্ষায় থাকা, সে কেন খবর নিচ্ছে না, এটা ভেবে মনের কোনে অভিমান জমে যায়। আবার পরমূহুর্তে নিজেই নিজেকে সান্ত্বনা দেয়া হয় এই ভেবে “ হয়তো ব্যস্ততা তাকে অবসর দিচ্ছে না ”
সান্ত্বনা ফুরিয়ে এলে আবার অপেক্ষা, এবার আসে অভিযোগ! “ ইচ্ছে থাকলে উপায় হয়, তাহলে কেন সে উপায় করে নিচ্ছেনা? তার কি ইচ্ছে নেই? ”
এমন করেই অপেক্ষার অপেক্ষা গুলো ক্রমশ বাড়তে থাকে। একসময় আর কিছুই থাকে না। শুধু মায়াটুকু আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা, অথবা..
আপনার লেখাগুলো আমার খুব ভালো লাগে। মন ছুঁয়ে থাকে অনেকক্ষণ। আরও বেশি বেশি লিখুন।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আপনার মন্তব্যের কোনো জবাব হয় না
এতো সুন্দর করে সাজিয়ে লিখেন
কী করে পারেন বলুন তো?
সত্যিই অসাধারণ সুন্দর মন্তব্য
আর কাউকে উৎসাহ প্রদান করতে আপনার জুড়ি মেলা ভার।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜💜
কামাল উদ্দিন
অপেক্ষার প্রহরগুলো সাধারণত কাটতে চায় না। মিনিটকে ঘন্টা আর ঘন্টাকে দিনের মতো বড় মনে হয়। তবে আমি মনে করি এতোটা উদাসীনের সাথে সম্পর্ক টিকিয়ে রেখে লাভ নাই, বিকল্প পথ ধরা উচিৎ……শুভ সকাল আপু।
সুরাইয়া পারভীন
এটা গতবছর লেখা
যখন আমি হসপিটালাইজ ছিলাম
বন্ধ কেবিনে শুয়ে শুয়ে অভিমান উগড়ে দেওয়ার চেষ্টা।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
মোবাইল স্ক্রীনে নখ চালিয়ে দিন, শান্তি এসে যাবে!
পোড়ামুখো কোন চুলোর খড়ি যোগাচ্ছে কে জানে!
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣 বুদ্ধিটা ভালোই ভাইয়া। ভালো থাকবেন শুভ সকাল
সুরাইয়া পারভীন
যা বলেছেন দিদি
বুদ্ধিটা দারুণ…😛😛😛
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা হা…. ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
প্রতীক্ষার সময় গুলো দীর্ঘ হয়
সাইলেন্ট নয়। স্পেশাল রিং টোন দিয়ে
ঘুমান। সেই কলেই ঘুম থেকে জাগাবে।
ভাল লাগলো । শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
তোমার একটা ফোন কলের অপেক্ষায়-
কেটে গেলো আমার ধূসর বিষণ্ন প্রহর।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
অথচ শয্যাশায়ী মৃত্যু পথযাত্রী আমি
কেবল তোমাকেই খুঁজে চলেছি বন্ধ কেবিনের আনাচে কানাচে।
কি নিষ্ঠুর নির্মম তুমি! নির্দয় তোমার হৃদয়,
এতোটুকু হয়নি তোমার আমার জন্য সময়।
নিদারুণ লিখলেন আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
ধন্যবাদ ও শুভকামনা আপু
জিসান শা ইকরাম
এমন অপেক্ষা অসহ্য,
তবুও বেঁচে থাকা আমাদের, আশায় বুক বেঁধে।
ভালো লেগেছে লেখা,
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
গতবছর কেবিনে শুয়ে শুয়ে লেখা
এখন আর কারো জন্য কোনো অপেক্ষা নেই
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
প্রতিক্ষার প্রহর মাঝেমধ্যে বড্ড নির্মম! তবে ভালোবাসারই জয় হয় শেষতক।
ভালো লিখেছেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়