
ইদানিং অনেকের ফেসবুক আইডি রিমেম্বারিং হয়ে যাচ্ছে। হঠাৎ ফেসবুক আইডি রিমেম্বারিং হয়ে যাওয়াতে কেউ কেউ বুঝতে পারছেন না রিমেম্বারিং কী। তাই আজ রিমেম্বারিং এবং আইডি রিমেম্বারিং থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে আলোচনা করবো।
প্রথম প্রশ্নঃ- রিমেম্বারিং কী? কেন আইডি রিমেম্বারিং করা হয়?
উত্তরঃ রিমেম্বারিং হল আইডি সংরক্ষণ বা মেমোরি করে রাখা। সহজ ভাষায় আইডিটি স্মৃতি হিসাবে রেখে দেয়াকে বুঝায়। যদি কেউ মারা যায়, তার ফ্রেন্ড বা ভক্তের অনুরোধে আইডি রিমেম্বারিং করা হয়। ফেসবুক কর্তৃপক্ষের কাছে অনেক অনুরোধ করার পর আইডিকে রিমেম্বারিং করা হয়। বিশেষ করে মৃত ব্যক্তিদের ফেসবুক আইডি রিমেম্বারিং করা হয়। যদি কোনো সেলেব্রেটি ফেসবুক ইউজার মারা যান তাহলে তার আইডিটি রিমেম্বারিং করে দেয়া হয়। আপনার প্রিয় কোনো মানুষ মারা গেলে আপনি আবেদনের প্রেক্ষিতে ফেসবুক ককর্তৃপক্ষের কাছ থেকে আপনার বন্ধুর আইডিটি রিমেম্বারিং করাতে পারেন বা স্মৃতি হিসাবে রেখে দিতে পারেন।
দ্বিতীয় প্রশ্নঃ- ফেসবুক আইডি রিমেম্বারিং হলে কী হয়?
উত্তরঃ কারো ফেসবুক আইডি রিমেম্বারিং হলে সেই আইডিটি আর কোনোদিন লকইন করা যাবেনা। ফ্রেন্ড রিকুয়েস্ট দেয়া যাবেনা। তাকে follow করা যাবেনা। ফেসবুক কর্তৃপক্ষ আইডিটিকে মৃত আইডি হিসাবে স্মৃতি করে রেখে দেয়। শুধু মাত্র যারা ফ্রেন্ড লিস্টে আছেন তারাই আইডিটি দেখতে পাবে। অন্যরা আইডিটির কোনো তথ্য পাবেনা। যেমন ইতিমধ্যে মরহুম আইয়ুব বাচ্চু স্যার সহ প্রিয় আরবার ভাইয়ের আইডিটিও ফেসবুক কর্তৃপক্ষ রিমেম্বারিং করে দিয়েছে।
তৃতীয় প্রশ্নঃ ফেসবুক আইডি কিভাবে রিমেম্বারিং থেকে বাঁচাবো?
উত্তরঃ আপনার ফেসবুক Apps টি যদি পুরাতন হয় তাহলে এখনই আপডেট দিন। ফেসবুক কর্তৃপক্ষ ইতিমধ্যে ফেসবুক Apps টি আপডেট করেছে। নতুন নতুন অনেক সেটিং যুক্ত হয়েছে ফেসবুকে। তাই নতুন ফেসবুক Apps টি ডাউনলোড করে নিন।
টিপস—
প্রথমে Setting & privacy তে যাবেন। তারপর settings অপশনটিতে যাবেন। তারপর একদম নিচের দিকে একটি অপশন আছে Account Ounership and control সেখানে ক্লিক করে আরেকটি অপশন আসবে Memorialization setting এটাতে ক্লিক করলে Legaey contact একটি লেখা আসবে।সেখানে গিয়ে আপনার বিশ্বস্ত একজন ফ্রেন্ডের নাম সার্চ করে এড করে রাখবেন। তাহলে আপনার এড কৃত বন্ধুটি ছাড়া অন্যকেউ আইডিটি রিমেম্বারিং করতে পারবে না। আপনি চাইলে আপনার অন্য একটি আইডি এড করে রাখতে পারেন। আমি আমার অন্য একটি আইডি ইতিমধ্যে এড করে রেখেছি। তারপর, নিজের টাইম লাইন অফ করে রাখবেন। ট্যাগ অফশন সহ সমস্ত পার্সোনাল তথ্য Only me করে রাখবেন। ফ্রেন্ড পাবলিক থাকলে Only me করে রাখবেন। এগুলো রিমেম্বারিং থেকে অনেকটা নিরাপদ রাখে। আপনি চাইলে profile lock করে রাখতে পারেন এটাও বেশ উপকারী রিমেম্বারিং এর জন্য। অন্য কেউ যাতে আপনার পোষ্টে লাইক কমেন্ট করতে না পারে, সেই অপশনগুলো অফ করে রাখবেন। আশা করি এই কাজটি করলে রিমেম্বারিং সমস্যা থেকে বাঁচতে পারবেন। অনেক দুষ্টু মানুষ জিদ করে আইডি রিমেম্বারিং করে দেয়। আপনি যদি উল্লেখিত অপশনটি চালু করে রাখেন, তাহলে ইনশাআল্লাহ্ আর কখনো ফেসবুক আইডি রিমেম্বারিং হবেনা।
আশা করি টিপসটি ভালো লাগবে। অন্যদের শেয়ার করতে পারেন। আরেক দিন রিমেম্বারিং হলে কিভাবে ব্রেক আনা যায় তা নিয়ে আলোচনা করবো।।
২১টি মন্তব্য
শামীম চৌধুরী
দারুন তথ্যবহুল লেখা। ধন্যবাদ।
মাছুম হাবিবী
স্বাগতম, ভাইয়্যা
ফয়জুল মহী
হা হা ♥️♥️
মাছুম হাবিবী
হিহিহি
সুরাইয়া পারভীন
দারুণ তথ্য বহুল পোস্ট। খুব গুরুত্বপূর্ণ টিপস
মানুষ মরে গেলে আর কি দরকার আইডি রিমেম্বারিং করা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া বলে
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মাছুম হাবিবী
হুমম আপনাকেও ধন্যবাদ
ছাইরাছ হেলাল
বুঝছি! গুরু ধরা লাগবে।
মাছুম হাবিবী
একটু ট্রাই করলে নিজেই সবটা পারবেন ভাইয়া
আরজু মুক্তা
বাহবা। নীচের অংশের সবগুলাই করা।
দেখা যাক কি হয়?
মাছুম হাবিবী
আপনার আইডিটি নিরাপদ আছে
হালিম নজরুল
নিরাপত্তা পাইলাম, ধন্যবাদ।
মাছুম হাবিবী
স্বাগতম ভাই
কামাল উদ্দিন
আমিতো মনে করি রিমেম্বারিং হলেই ভালো। হয়তো অনেকের কাছে স্মৃতি হিসাবে বেঁচে থাকা যাবে। এটা অফ করার দরকারটা কি?
মাছুম হাবিবী
মৃত ব্যক্তির আইডি রিমেম্বারিং করাটা ভালো, তবে অনেক দুষ্টু লোক রিপোর্ট মেরে অন্যজনের আইডি রিমেম্বারিং করে দেয়।
তৌহিদ
ধরুন আমি কোন লিগেসি কন্টাক্ট সিলেক্ট করলামনা, তারমানে আমার আইডি যেহেতু লিগেসি কন্টাক্ট করা নেই তাহলে –
প্রশ্ন হচ্ছে তাহলে ফেসবুক কর্তৃপক্ষ কার অনুরোধে আইডি মেমোরাইজ করবে? এটাতো ফেসবুকের সমস্যা মনে হচ্ছে।
মাছুম হাবিবী
ভাই অনেক সময় লেগেসি কন্টাক্ট এড করে টাইম লাইন অফ করার পরও কেউ রিপোর্ট মেরে আইডি রিমেম্বারিং করে দিতে পারে। তবে রিমেম্বারিং হলে ব্রেক আনা যায়। করোনার কারণে ফেসবুক কর্তৃপক্ষ যে কারো আবেদনের প্রেক্ষিতে আইডি রিমেম্বারিং করে ফেলে।
তৌহিদ
এতো আচ্ছা সমস্যা দেখছি। তাহলে কি সেই আইডি ফিরে পাওয়া যাবেনা? উপায়তো কিছু একটা আছেই?
মাছুম হাবিবী
ফিরে পাওয়া যাবে, তবে বর্তমানে ফিরে পাওয়া কঠিন। ফেসবুক আপডেট না হওয়ার আগ পর্যন্ত কিচ্ছু করা যাবেনা। ট্রাই করলেও কাজ হয় না।
সুপর্ণা ফাল্গুনী
সুবিধা অসুবিধা মনে হচ্ছে দুটোই আছে! আমি চাই আমার আইডি মানুষকে ভুলতে যেন না দেয় – আমি বলে কেউ ছিলো এতেই শান্তি। কারন আমি বিখ্যাত কেউ নই তাই আমাকে সবাই ভুলে যাবে তখন ফেবুর কল্যাণে কেউ কেউ মনে করবে আমাকে। ধন্যবাদ আপনাকে বিষয়টি গুরুত্ব পূর্ণ। ভালো থাকুন সুস্থ থাকুন
মাছুম হাবিবী
আপনিও ভালো থাকবেন দিদি
সঞ্জয় মালাকার
চমৎকার উপস্থাপন দাদা, অবশ্যই আপলোড করো।
ভালো থাকবেনা শুভ কামনা।