
সেই কবে হারালো ভালোবাসার নক্ষত্রগুলো
লুকায়িত হয়ে প্রাপ্তি খুঁজে পেলনা,
অনুরাগের সবুজ গালিচায় ভালোবাসা আর
ঈর্ষা পাশাপাশি শুয়ে থাকেনা।
রাত নেমে এলেই গোধূলির লালিমা, ধূসর রঙের সমাপ্তি,
তবুও ডুবন্ত সূর্যের ঝলকানির মাঝেও আকাশ খুঁজে প্রাপ্তি।
পরম ভালোবাসা গুলো ঝুলে থাকে শূন্য আকাশে নিস্তব্ধতায়,
আঁকা হয়না রঙিন আল্পনাগুলো নির্জন রাতের জ্যোস্নায়।
জীবনের দোলাচলে মিশে আছো
জীবনেরই প্রতিচ্ছায়া হয়ে,
সব ভাবনাগুলোও জুড়ে আছো
আদুরে মায়া নিয়ে।
প্রকৃতির নিয়মের বেড়াজালে সব ঠিক আছে
স্বপ্নগুলো ঘুরেফিরে দমকা হাওয়ার মাঝে।
কতদিন হলো একসাথে নতুন সূর্যোদয় দেখা হয়না,
এখন আর শিশিরেও পা ভিজানো হয়না,
মন যমুনায় ঢেউ উঠলে ভোরের শুকতারা হয়ে এসো,
তখন শুনবো পাখ- পাখালির কলতান,
পরিযায়ী পাখিরা দলবেঁধে এসে ফিরে যাবে,
হয়তো রেখে যাবে মহা মিলনের গান।
কতটা সময় পাড়ি দিয়েছি কত বাঁধা-বিপত্তির পথ,
প্রহরগুলো অমলিন সোনালী ছিল,থমকে যায় সবকিছু হঠাৎ।
সাজানো পৃথিবী থেমে যায়,সবকিছু নিস্তব্ধ তায়,
থেমে নেই শুধু সময়ের গতিবেগ, আর নতুন চলার গতি যত,
প্রকৃতিও তালে তালে মিলে যায় সব – ই আগের মত।
১৮টি মন্তব্য
কাজি রাশেদ
খুব অনুভব দিয়ে লেখা এক সৃস্টি। কবি কে শুভেচ্ছা।।
উর্বশী
কাজী রাশেদ ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ সহ সালাম।
সময় করে পড়ে সুন্দর ও আন্তরিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।আশা করি নিয়মিত পাশে ত্থাকবেন।সুস্থ ও ভাল থাকুন,অফুরান শুভ কামনা সব সময়।
আরজু মুক্তা
সময়ই বলে দেয় গতিবেগ। নতুন চলার পথ।
শুভ কামনা
উর্বশী
আরজু মুক্তা আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সময় নিয়ে পড়ে সুন্দর মন্তব্যের জন্য অফুরান শুভ কামনা। সুস্থ ও নিরাপদে থাকুন।।
রোকসানা খন্দকার রুকু
গতি তো থেমে গেলে চলবে না। লীলা চলতেই থাকবে আমাদেরও চলতে । শুভ কামনা রইলো।
উর্বশী
রোকসানা খন্দকার রুকু আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সুস্থ ও ভাল থাকুন অফুরান শুভ কামনা সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
জীবন বহমান কারো প্রস্থান হলেও থেমে যায় না, মরণেই সমাপ্ত হয় এই চলা। প্রকৃতি, সময় চলার পথ তৈরি করে দেয়। ঈশ্বর সহায় হোন
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সহমত পোষণ করছি। সুস্থ ও ভাল থাকুন অফুরান শুভ কামনা সব সময়।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কবির আকাঙ্ক্ষা পূরণ হোক — কতদিন হলো একসাথে নতুন সূর্যোদয় দেখা হয়না,
এখন আর শিশিরেও পা ভিজানো হয়না,
মন যমুনায় ঢেউ উঠলে ভোরের শুকতারা হয়ে এসো,
উর্বশী
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সব কিছু কি সব সময় পূরণ হয় ভাইয়া? সুস্থ ও ভাল থাকুন অফুরান শুভ কামনা সব সময়।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইলো।
উর্বশী
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ভাইয়া,
আমীন।
শুকরিয়া জানাচ্ছি। ভাল থাকুন।
হালিমা আক্তার
সময় জীবনকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। ইচ্ছে করলেও থেমে থাকা যায় না। মাঝে মাঝে হয়তো ছন্দ পতন ঘটে। বাক ঘুরে আবার নতুন পথ খুঁজে। শুভ কামনা রইলো।
উর্বশী
হালিমা আক্তার আপা,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সহমত পোষণ করছি। সুস্থ ও ভাল থাকুন অফুরান শুভ কামনা সব সময়
মোঃ মজিবর রহমান
আশা নিরাশার জীবন
মন ভুলানো ভুবন
থাকনা পড়ে অতীত
হই মিলনে পতিত।
উর্বশী
মোঃ মজিবর রহমান ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা।
দারুন ছান্দিকতার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
নিরাশা হয় বা হবে তা জেনেও আমিরা আশা নিয়েই বেঁচে থাকি,আগামীর পথ চলার শক্তি সঞ্চার করি।
ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা সব সময়।
সাবিনা ইয়াসমিন
গতিময় পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকেনা। শূন্যস্থান গুলো পূর্ণ হয়ে যায় নিমিষ-সময়ের মধ্যে। ভালোবাসা/ঈর্ষার বদলে জন্ম নেয় নতুন কোন অনুভূতি অথবা নিগুঢ় অভিমান।
শুভ কামনা 🌹🌹
উর্বশী
সাবিনা ইয়াসমিন আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সহমত পোষণ করছি। ভাল থাকুন ও সুস্থ থাকুন শুভ কামনা সব সময়।