
ফেইসবুকের সার্চ বক্সটা;
আজ কাল শূন্যই থেকে যায়,
সেখানে টাইপ করা হয় না আর-
লিস্টে না থাকা প্রিয় কোনো নাম,
দেখা হয় না প্রিয় কারো এক্টিভিটি!
কেনো জানি এখন আর ইচ্ছেই করে না!
সার্চ বক্সে গিয়ে সার্চ করে কাউকে দেখতে।
সময়ের আবর্তনে ইচ্ছেরা সন্যাসী হয়েছে,
নির্বাসনে গিয়েছে সুদূর হিমালয় পর্বতে
কিংবা অচেনা কোনো দূরের বন-জঙ্গলে!
শত ঝড়-ঝঞ্ঝাট উপেক্ষা করে
কারো সাথে কথা বলার, কাউকে দেখার-
অদম্য ইচ্ছেগুলো একটু একটু করে বিলুপ্ত হয়েছে,
বির্সজিত হয়েছে সময়ের পরিক্রমায়!
ইচ্ছা-অনিচ্ছা, চাওয়া-পাওয়া এসব নিয়ে-
এখন আর একটুও বিচলিত হয় না মন।
২১টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বিরহের প্রকাশ — কেনো জানি এখন আর ইচ্ছেই করে না!
সার্চ বক্সে গিয়ে সার্চ করে কাউকে দেখতে।
সময়ের আবর্তনে ইচ্ছেরা সন্যাসী হয়েছে,
নির্বাসনে গিয়েছে সুদূর হিমালয় পর্বতে
কিংবা অচেনা কোনো দূরের বন-জঙ্গলে!
শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ
ভালো থাকুন সবসময়
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির প্রকাশ কবি দিদি
অনেক শুভেচ্ছা রইল————-
সুরাইয়া পারভীন
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সবসময়
ফয়জুল মহী
অত্যন্ত মনোমুদ্ধকর লেখা ।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
সুরাইয়া নার্গিস
দারুন লেখা আপু।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
শেষের পক্তিমালা আমার সাথে গিয়াছে মিলায়ে
নিজের নিজেই হাস্তেও গেছি ফুলিয়া।
দারুন লাগল।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
আপনিও ভাল থাকুন
প্রদীপ চক্রবর্তী
দারুণ বহিঃপ্রকাশ, দিদি।
বেশ ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
নিতাই বাবু
না, আমি কিন্তু এখনও ফেসবুক সার্চ বক্সে সার্চ করি। অনেক বন্ধুদের এক্টিভিটি দেখতে পাই। শুধু আমি নিজেই ইদানীং ফেসবুকে অনুপস্থিত থেকে যাই।
সুন্দর সরল মনের বহিঃপ্রকাশ ঘটালেন আপনার শক্ত হাতের লেখনীয় কবিতায়।
ভালো থাকবেন আশা করি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অশেষ দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
আমি কিন্তু সার্চ করি। আপনি সার্চ না করে থাকতে পারেন বলে আপনাকে ধন্যবাদ দিতেই হয়। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আমি বরাবরই ভিন্ন দিভাই
যার আমাকে দরকার নেই
তাকে আমারও দরকার নেই
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আপনি বরং ফেসবুকের একটি টিউটরিয়াল পেজ খুলে ফেলুন। আরে ফেসবুকে না !
এখানে, আমরা একটু ধীরে ধীরে পাকা হয়ে যাই।
সুরাইয়া পারভীন
বুকের তরঙ্গে সযত্নে লালন করা মায়ার যে যন্ত্রণা
বোধ করি তা কারো কারো অজানা। সে যাই হোক
আপনি চাইলে আমি আপনাকে ফেবুতে এক্সপার্ট করে তুলতে পারি কিন্তু 🙈🙈
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদ
বিষণ্ণতা থেকে বেরিয়ে আসুন এটাই প্রার্থণা আপু। অনলাইনে বেশি সময় না দেয়াই উত্তম। আপনি খুঁজে খুঁজে প্রিয়জনের টাইমলাইন ঘুরে আসেন মানেই হচ্ছে আপনি কেয়ারিং একজন মানুষ।
শুভকামনা সবসময়।
সুরাইয়া পারভীন
বিষন্নতা আর ছুঁতেও পারে না আমাকে ভাইয়া
আমি একদম ঠিক এবং পারফেক্ট আছি
কৃতজ্ঞতা অশেষ
ভালো থাকুন সবসময়